Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মেসির সঙ্গে তাল মেলাতে পারছে না অন্যেরা: সাম্পাওলি

ক্রোয়েশিয়ার কাছে ০-৩ বিপর্যস্ত হওয়ার পরে বৃহস্পতিবার রাতের অগ্নিগর্ভ সেই সাংবাদিক সম্মেলন। যেখানে একের পর এক বাণ ধেয়ে এল আর্জেন্টিনা কোচ হর্হে সাম্পাওলির দিকে।

বিপর্যস্ত: হারের পরে মেসি। (ইনসেটে) সাম্পাওলি। ফাইল চিত্র

বিপর্যস্ত: হারের পরে মেসি। (ইনসেটে) সাম্পাওলি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০৪:১৭
Share: Save:

ক্রোয়েশিয়ার কাছে ০-৩ বিপর্যস্ত হওয়ার পরে বৃহস্পতিবার রাতের অগ্নিগর্ভ সেই সাংবাদিক সম্মেলন। যেখানে একের পর এক বাণ ধেয়ে এল আর্জেন্টিনা কোচ হর্হে সাম্পাওলির দিকে। মেসির দেশের সাংবাদিকদের মুখে তখন প্রশ্ন কম, ক্ষোভই বেশি। নির্বাচিত অংশ:

• আর্জেন্টিনার চার কোটি মানুষ এই হারে আপনাকেই দায়ী করছেন।

সাম্পাওলি: সেটাই স্বাভাবিক। আমি নিজে দায় স্বীকারও করছি। আমিই দায়ী। ম্যাচ সংক্রান্ত সব সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম।

• অথচ আপনার দলে লিয়োনেল মেসি নামে এক ফুটবলার আছেন।

সাম্পাওলি: বাস্তবকে স্বীকার করে নেওয়াই ভাল। আমাদের এই দলটায় মেসির অসাধারণত্বের সঙ্গে পাল্লা দেওয়ার লোকের অভাব আছে। যে কারণে লিয়োর খেলাও সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ওকে যথার্থ সঙ্গ দেওয়ার মতো লোক পাওয়া যায়নি। প্রথম থেকেই আমি এটা বুঝেছি। মেনেও নিতে হয়েছে। তা ছাড়া এই দলে এসে কিছু ফুটবলার মানিয়ে নিতেও পারেনি।

• মানিয়ে নিতে পারেনি বলতে?

সাম্পাওলি: অনেকে আবার মেসির সঙ্গে ঠিক মতো মেশে না। তাই বোঝাপড়া গড়া নিয়ে একটা সমস্যা থেকেই গিয়েছে।

• আপনি নিজে কি এ রকম ফল হবে ভেবেছিলেন?

সাম্পাওলি: সত্যিই ভাবিনি। অনেক আশা নিয়ে মাঠে গিয়েছিলাম। তাই এই হারের পরে ভীষণ কষ্ট হচ্ছে। নিশ্চিত ভাবেই আমি এই ম্যাচটায় কী হতে পারে আগে থেকে বুঝতে পারিনি। যে ভাবে পরিকল্পনা নেওয়া উচিত ছিল, তা-ও সম্ভবত নিতে পারিনি।

• আসল সমস্যাটা কোথায়?

সাম্পাওলি: আসল সমস্যা বোঝাপড়ার অভাব। একমাত্র সঠিক বোঝাপড়া হলেই জেতার সুযোগ ছিল।

• এই ম্যাচে রণনীতি কী ছিল?

সাম্পাওলি: একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে অন্য কোনও রণনীতি নিলে হয়তো ফল ভাল হত।

• গোলরক্ষক কি আপনাকে ডুবিয়েছে?

সাম্পাওলি: আমার মনে হয় না এই হারের সব দায়িত্ব আমাদের গোলরক্ষক কাবালেরোর উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে। ভুল তো হতেই পারে।

• নিজের দেশের ভক্তদের প্রতি আপনার কোনও বার্তা আছে?

সাম্পাওলি: কী আর বলব! বিশেষ করে যাঁরা কষ্ট করে আর্জেন্টিনা থেকে এসেছেন, তাঁদের কথা ভাবলে খুব খারাপ লাগছে। ওঁরা যে মানের ফুটবল আমাদের কাছে প্রত্যাশা করেছিলেন, তা পূরণ করতে পারিনি বলে। কোচ হিসেবে এত খারাপ অভিজ্ঞতা কখনও আমার হয়নি।

• আর কোনও আশা দেখছেন?

সাম্পাওলি: আপাতত আমাদের হাতে কোনও বিকল্পই হয়তো পড়ে থাকল না। এখন দেখতে হবে অন্য দল কী করে। অন্যদের ফলের উপর ভিত্তি করে যদি কোনও সম্ভাবনা তৈরি হয়। আর শেষ সুযোগ পেলে আমাদের চেষ্টা করতে হবে নিজেদের উজাড় করে দেওয়ার।

• ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা?

সাম্পাওলি: ভেবেছিলাম আমরা প্রথম থেকেই ক্রোয়েশিয়ার উপর চাপ সৃষ্টি করব। সেটা হয়নি। তার উপর প্রথম গোলের পরে পুরো দলটাই মানসিক ভাবে ভেঙে পড়েছিল। তার পরে পুরো দলটাই যেন দাঁড়িয়ে গেল।

• দল নিয়ে আপনি কি সন্তষ্ট ছিলেন?

সাম্পাওলি: আমার কাছে দলের সব ফুটবলারই অসম্ভব মূল্যবান। এখনও বলছি, দলটা ভাল। কিন্তু ম্যাচের সময় কখনও ওরা নিজেদের এক সুরে বাঁধতে পারেনি। তবু আশা করি পরের রাউন্ডে যেতে পারব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE