ছবি: রয়টার্স।
বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত যেন আর্জেন্তিনা দলকে নিয়ে বিতর্ক বাড়ছে। প্রথমে ছিল ইজ়রায়েল ম্যাচ ঘিরে নাটক। অনেক টালবাহানার পরে যে ম্যাচ বাতিল হয়ে যায়। যে ম্যাচ ঘিরে নাকি লিয়োনেল মেসিকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।
বাতিল না হলে শনিবারই জেরুসালেমে খেলতে হত মেসিদের। সেটা হয়নি, কিন্তু তার পরিবর্তে অন্য এক বিতর্ক মাথা চাড়া দিয়েছে। যার কেন্দ্রে আর্জেন্তিনার কোচ হর্হে সাম্পাওলি। আর্জেন্তিনার কয়েকটি ওয়েবসাইটে খবর ছড়িয়েছে, সাম্পাওলি নাকি হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এর পরে ওই কর্মী নাকি পুলিশে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। যদিও এই নিয়ে আর্জেন্তিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে টুইটারে আর্জেন্তিনার এক সাংবাদিক মন্তব্য করেছেন, ‘‘অভিযোগ সত্যি হোক বা মিথ্যে, ঘটনা হল জাতীয় দলকে ঘিরে আবার সার্কাস শুরু হয়েছে।’’
এরই মধ্যে আবার চোট পেয়ে ছিটকে যাওয়া ম্যানুয়েল লানসিনির পরিবর্ত বেছে নিলেন সাম্পাওলি। সহকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে মিডফিল্ডার এনসো পেরেস-কে ডেকে নিয়েছেন আর্জেন্তিনার কোচ। রিভার প্লেটের এই সেন্ট্রাল মিডফিল্ডার দেশের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। পঁয়ত্রিশ জনের দলে থাকলেও চুড়ান্ত দলে সুযোগ না পাওয়ায় ছুটি কাটাতে চলে গিয়েছিলেন পেরেস। খবর পেয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘আমাকে এখন ঘুম থেকে জেগে উঠতে হবে!’’
সাময়িক ফুটবলের বাইরে থাকা পেরেস রাশিয়া পৌঁছেই জোর দেবেন শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর। আর্জেন্তিনার প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পেরেস বলেছেন, ‘‘এই মাত্র জানতে পারলাম যে আমাকে রাশিয়া যেতে হবে। এ বার আমাকে সে জন্য প্রস্তুতি নিতে হবে। আমার ক্লাব কোচ হর্হে দেসিও আমাকে প্রথম খবরটা দেন।’’
ক্লাবের হয়ে ম্যাচ খেলে ২৪ মে থেকে ছুটিতে ছিলেন পেরেস। এই সপ্তাহ থেকে হাল্কা অনুশীলন শুরু করেছেন। তাঁর মন্তব্য, ‘‘রিভার প্লেটের কোচ আমার জন্য একটা অনুশীলন চার্ট করে দিয়েছিলেন। দিন কয়েক হল আমি কোচের সঙ্গে কাজ করছি। তবে একা একা অনুশীলন করা আর দলের সঙ্গে প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।’’
বার্সেলোনায় শিবির শেষ করে মেসিরা শনিবারই রাশিয়া উড়ে গিয়েছেন। মস্কো থেকে বেশ কিছুটা দূরে শিবির করেছেন তাঁরা। আর্জেন্তিনার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অবশ্য ফুটবলারদের আগেই পৌঁছে গিয়েছেন মস্কো। হোটেলে কোন কোন ফুটবলার কার কার সঙ্গে একই ঘরে থাকবেন, তার তালিকাও বেরিয়েছে কয়েকটি ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী, মেসি আর সের্খিয়ো আগুয়েরো এক ঘরে থাকবেন। হাভিয়ের মাসচেরানো ঘর ভাগ করে নেবেন লুকাস বিগলিয়ার সঙ্গে।
শনিবার ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মাসচেরানো বলেছেন, ‘‘আশা করছি, রাশিয়া বিশ্বকাপে আমরা সেরা ফর্মের মেসিকে দেখতে পারব। ও কী রকম খেলবে না খেলবে, তার ওপর আর্জেন্তিনার ভাগ্য অনেকটাই নির্ভর করে থাকবে। দল হিসেবে আশা করব, আমরা সতীর্থরা, মেসির পর্যায়ের ফুটবল খেলতে পারব।’’ আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্তিনার। প্রতিপক্ষকে নিয়ে মাসচেরানোর মন্তব্য, ‘‘ওদের হয়তো ফুটবল ইতিহাস সে রকম দীর্ঘ নয়, কিন্তু এই প্রজন্ম ভাল খেলছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy