মাঝ পথেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গেলেন কার্লসেন। —ফাইল চিত্র
সিংকুইফিল্ড কাপের মাঝ পথে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গেলেন ম্যাগনাস কার্লসেন। ১৯ বছরের হান্স নিমানের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা ছেড়ে দেন দাবাড়ু। তাঁকে চোট্টামি করে হারানো হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই কার্লসেন প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।
প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গিয়ে কার্লসেন টুইট করে লেখেন, ‘প্রতিযোগিতা ছেড়ে দিলাম। সেন্ট লুইস দাবা ক্লাবে খেলতে খুব ভাল লাগল। আশা করি ভবিষ্যতে আবার খেলব।’ সেই সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে চেলসির প্রাক্তন কোচ হোসে মরিনহো বলছেন, “মুখ খুললে বিপদে পড়ে যাব।”
সোমবার আমেরিকার দাবাড়ু নিমানের কাছে হেরে যান কার্লসেন। এই মাসে দ্বিতীয় বার নিমানের কাছে হারলেন তিনি। কিন্তু প্রথম বার এই ভাবে প্রতিযোগিতার মাঝ পথে বেরিয়ে গেলেন কার্লসেন। তিনি নিজে কোনও অভিযোগ করেননি। কিন্তু অনেকে মনে করছেন যে, কার্লসেন এই ভাবে কোনও কারণ ছাড়া প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাওয়ার মানুষ নন। তাঁদের মত, কার্লসেন নিশ্চয়ই মনে করছেন তাঁর বিরুদ্ধে জেতার জন্য অসৎ উপায় নেওয়া হয়েছে। কার্লসেনের টুইটেও কিছুটা ইঙ্গিত রয়েছে সেটার।
I've withdrawn from the tournament. I've always enjoyed playing in the @STLChessClub, and hope to be back in the future https://t.co/YFSpl8er3u
— Magnus Carlsen (@MagnusCarlsen) September 5, 2022
This is truly a humbling day for me. I am eternally grateful for the opportunity to play chess at the highest level and live out my dreams. A few years ago, my chess dreams were quickly dwindling but thankfully they rose from the dead. This is only the beginning...
— Hans Niemann (@HansMokeNiemann) September 4, 2022
নিমেন যদিও কার্লসেনকে হারিয়ে টুইট করেন, ‘আমার জন্য খুব গর্বের দিন। এই পর্যায় খেলতে পেরে আমি খুশি। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল। কিছু বছর আগে আমার দাবা খেলার স্বপ্ন ভেঙে যাচ্ছিল। কিন্তু সেখান থেকেই উঠে আসতে পেরেছি। এটা সবে শুরু।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy