৩৯ বছর বয়সি ফেডেরার এখনও যেন অপ্রতিরোধ্য। ছবি: রয়টার্স
উইম্বলডনের তৃতীয় পর্বে রজার ফেডেরার। শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ৩৯ বছর বয়সি ফেডেরার এখনও যেন অপ্রতিরোধ্য।
ম্যাচ জিতে ফেডেরার বলেন, “নিজের খেলায় আমি খুশি।” পরের মাসেই ৪০ বছর বয়স হবে ফেডেরারের। ১৯৭৫ সালে কেন রোজওয়াল উইম্বল্ডনের তৃতীয় পর্বে পৌঁছেছিলেন ৪০ বছর বয়স পার করে।
৮ বারের উইম্বলডনজয়ী ফেডেরার বৃহস্পতিবার হারিয়ে দিলেন রিচার্ড গ্যাস্কেটকে। খেলার ফল ৭-৬, ৬-১, ৬-৪। ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেডেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিরুদ্ধে।
Vintage tennis on display today as Federer took on Gasquet...#Wimbledon
— Wimbledon (@Wimbledon) July 2, 2021
গ্যাস্কেটকে টানা ১১ বার হারালেন ফেডেরার। সব মিলিয়ে ১৯ বার।
অন্য দিকে ২০১৮ সালের উইম্বলডনজয়ী অ্যাঞ্জেলিক কের্বের হারিয়ে দেন অবাছাই সারা সরিবসকে। যদিও ৩ ঘণ্টা ১৯ মিনিট সময় নেন এই জয় পেতে। খেলার ফল ৭-৫, ৫-৭, ৬-৪।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy