আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। ১৬টি ম্যাচে নিয়েছেন ১৭টি উইকেট। ওভার পিছু দিয়েছেন সাত রানেরও কম। টি২০-এর এই মারাকাটারি যুগে যা যথেষ্টই ঈর্ষণীয়। ক্যাপ্টেন ওয়ার্নার থেকে দলের বাকিদের কাছে তিনি আদরের ‘ফিজ’।
কিন্তু মুস্তাফিজুর থেকে কী ভাবে ফিজ হলেন এই তরুণ কাটার মাস্টার? প্রিমিয়ার লিগ জিতে সদ্য দেশে ফিরেছেন মুস্তাফিজুর। সেখানেই তিনি ফাঁস করলেন তাঁর ‘ফিজ’ নামের রহস্য। “আমাকে প্রথম ফিজ বলে ডাকা শুরু করেন আমাদের জাতীয় দলের কোচ চন্দিকা হাতুরাসিঙ্ঘে। আসলে আমার পুরো নাম বলতে বেশ সমস্যা হত কোচের। এক দিন হঠাত্ই নেটে তিনি আমাকে এই নামে ডাকা শুরু করেন। এর পর থেকে প্রত্যেকেই আমাকে ফিজ নামে ডাকতে থাকেন”— বললেন মুস্তাফিজুর।
আরও পড়ুন:
খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ব্যাকুল হয়ে উঠেছেন মুস্তাফিজুর!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy