Where and in which hotel IPL teams staying at UAE dgtl
IPL 2020
হোটেল না প্রাসাদ! আমিরশাহিতে ধোনি-কোহালিদের ঠিকানা আপনার চোখ কপালে তুলবে
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৫:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
যত কাণ্ড এ বার সংযুক্ত আরব আমিরশাহিতে। এ বারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেখানেই। আইপিএল-এর দলগুলোও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কোথায় উঠেছে টিমগুলো? বিরাট কোহালি-মহেন্দ্র সিংহ ধোনিদের ঠিকানা কী? বিলাসবহুল সে সব হোটেল আপনার চোখ কপালে তুলবে।
০২১৭
আবু ধাবির রিৎজ কার্লটন হোটেলে উঠেছে কলকাতা নাইট রাইডার্স।
০৩১৭
২০১৪ সালে এই হোটেলই ছিল নাইটদের ঠিকানা। সে বছর প্রাথমিক পর্ব আবু ধাবিতে খেলে ভারতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই সংস্কার এ বার পিছু ছাড়েনি। তাই কেকেআর উঠেছে রিৎজ কার্লটনে। টিম হোটেলের বিলবোর্ডেও তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।