রিয়েলিটি গেম শোয়ের প্রোমোশনাল ভিডিওতে ওয়াসিম-শোয়েব। ছবি: টুইটারের সৌজন্যে
চেনা বাইশ গজ ছেড়ে সম্প্রতি বিনোদনের দুনিয়ায় জুটি বেঁধেছেন হিট জুটি ওয়াসিম আক্রম আর শোয়েব আখতার। পাকিস্তানের জিও টিভি-র একটি রিয়েলিটি গেম শোয়ের জন্য নিয়মিত ছোট পর্দায় মুখ দেখাচ্ছেন দুই তারকা। শোয়ের নাম ‘জিও খেলো পাকিস্তান’।
এই শোয়ের প্রথম প্রোমোশনাল ভিডিওটি মন জয় করেছিল দর্শকদের। প্রাক্তন এই দুই পাক পেসার কৌতুক অভিনেতা হিসেবে সমালোচকদের নজরও কেড়েছিলেন।
দেখুন সেই ভিডিও
সম্প্রতি আরও একটি প্রোমোশনাল ভিডিও বাজারে এনেছে জিও টিভি। এই বিজ্ঞাপনটিতে মৌলা জাঠ নামে এক জনের চরিত্রে রয়েছেন ওয়াসিম আক্রম। শোয়েব অভিনয় করেছেন নোরি নাথ নামে এক জনের চরিত্রে। আগামী রমজানেই এই শো বাজারে আনবে জিও টিভি।
আরও পড়ুন: বাইশ গজ ছেড়ে এ বার বিনোদনের দুনিয়ায় জুটি বাঁধলেন আক্রম-শোয়েব
দেখুন নতুন ভিডিওটি
কিন্তু নতুন এই প্রোমোটি বাজারে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন জনপ্রিয় দুই পাক ক্রিকেটার। কেউ বললেন, ছোটবেলার হিরোদের এই রূপে দেখে অস্বস্তি হচ্ছে। কারও মতে ১৯৯৯-এর বিশ্বকাপের থেকেও খারাপ এই বিজ্ঞাপন। কারও মতে, ওয়াসিম আক্রম আর শোয়েব আখতারকে জোকারের মতো লাগছে।
&
The new Geo ads with Wasim Akram & Shoaib Akhtar are a meticulous lesson in how to dismantle childhood heroes. So cringeworthy. Tauba.
— Zakoota (@zakoota) May 26, 2017
&
The Ramzaan promo ads featuring Wasim Akram & Shoaib Akhtar on Geo, are more embarrassing than the 1999 world cup final.
— Osama. (@ashaqeens) May 23, 2017
&
&
&
&
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy