Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

মুকুন্দের সমর্থনে কোহালি থেকে জ্বালা গাট্টা

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ২২:৫৪
Share: Save:

একপাতার একটা চিঠি। টুইটারে পোস্ট হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর তার কারিগর স্বয়ং ভারতের ওপেনার অভিনব মুকুন্দ। বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে যে পোস্টটি তিনি করেছিলেন তার সপক্ষে মুখ খুললেন বিরাট কোহালি থেকে রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ড্য থেকে জ্বালা গাট্টা। সকলেই এক বাক্যে বললেন অসাধারণ কাজ করেছেন অভিনব।

আরও পড়ুন

আমি কালো তো কার কী? সপাটে ছক্কা মুকুন্দের

একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে অশ্বিন, জাডেজা, শামিকে

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

বিরাট কোহালি মুকুন্দের সেই পোস্টের জবাবে লেখেন ‘খুব ভাল বলেছ অভিনব।’ ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা লেখেন ‘ঠিক।’ যে জ্বালা গাট্টাকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়তে হয়েছিল। সকলেই পাশে দাঁড়িয়েছেন অভিনব মুকুন্দের পোস্টের।

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

বিরাট কোহালি মুকুন্দের সেই পোস্টের জবাবে লেখেন ‘খুব ভাল বলেছ অভিনব।’ ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা লেখেন ‘ঠিক।’ যে জ্বালা গাট্টাকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়তে হয়েছিল। সকলেই পাশে দাঁড়িয়েছেন অভিনব মুকুন্দের পোস্টের।

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

বিরাট কোহালি মুকুন্দের সেই পোস্টের জবাবে লেখেন ‘খুব ভাল বলেছ অভিনব।’ ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা লেখেন ‘ঠিক।’ যে জ্বালা গাট্টাকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়তে হয়েছিল। সকলেই পাশে দাঁড়িয়েছেন অভিনব মুকুন্দের পোস্টের।

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

বিরাট কোহালি মুকুন্দের সেই পোস্টের জবাবে লেখেন ‘খুব ভাল বলেছ অভিনব।’ ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা লেখেন ‘ঠিক।’ যে জ্বালা গাট্টাকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়তে হয়েছিল। সকলেই পাশে দাঁড়িয়েছেন অভিনব মুকুন্দের পোস্টের।

তাঁর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয় মুকুন্দকে। সোশ্যাল মিডিয়ায়ও কম আক্রমণের শিকার হতে হয়নি তাঁকে। অনেকদিন চুপ করে থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে কারও সহানুভূতি পেতে নয় বরং সমাজকে সচেতন করতেই তার এই পদক্ষেপ। তিনি বোঝাতে চেয়েছেন গায়ের রঙটা কোনও বড় বিষয়ই নয় আসল তুমি কী করছ সেটায় কতটা আনন্দ পাচ্ছ। ঠিক যে ভাবে রোদে পুড়ে সারাক্ষণ তাঁদের অনুশীলন করতে হয় বা ম্যাচ খেলতে হয় তাতে গায়ের রঙ যে একই রকম থাকবে না তা স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

বিরাট কোহালি মুকুন্দের সেই পোস্টের জবাবে লেখেন ‘খুব ভাল বলেছ অভিনব।’ ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা লেখেন ‘ঠিক।’ যে জ্বালা গাট্টাকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়তে হয়েছিল। সকলেই পাশে দাঁড়িয়েছেন অভিনব মুকুন্দের পোস্টের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE