Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

টেস্টে কোহালির সপ্তম ডাবল সেঞ্চুরি, রেকর্ড ভাঙলেন ব্র্যাডম্যানেরও

অধিনায়ক হিসেবে এটা ১৯তম টেস্ট সেঞ্চুরি কোহালির। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি। আবার মোট রানে ও ‘কনভার্সন রেট’-এর বিচারে টপকে গেলেন যথাক্রমে বেঙ্গসরকর ও আজহারকে।

সেঞ্চুরির পর কোহালি। শুক্রবার পুণেয়। ছবি: পিটিআই।

সেঞ্চুরির পর কোহালি। শুক্রবার পুণেয়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১২:৩১
Share: Save:

টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরি এসেছিল গত বছরের ডিসেম্বরে। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই শতরানের পর চলতি বছরে পাঁচদিনের ফরম্যাটে পাননি তিন অঙ্কের রান। অবশেষে সেই খরা কাটল শুক্রবার। ২৬তম টেস্ট সেঞ্চুরি এল বিরাট কোহালির ব্যাট থেকে। সেখানেই থামলেন না। শেষ পর্যন্ত ২৫৪ রানে অপরাজিত থাকলেন তিনি। যা তাঁর কেরিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি। কোনও ভারতীয় ব্যাটসম্যানের টেস্টে এত দ্বিশতরান নেই। একইসঙ্গে এই ইনিংসে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানেরও এক রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক।

পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের ৫০তম। ভারতীয় ক্রিকেটে এর চেয়ে বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। এমএসডি দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কোহালি পুণে টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ টেস্টে অধিনায়ক থাকার রেকর্ড টপকে গিয়েছেন। আর সেই টেস্টেই অনবদ্য দ্বিশতরান করলেন কোহালি।

অধিনায়ক হিসেবে এটা ১৯তম টেস্ট সেঞ্চুরি তিরিশ বছর বয়সি কোহালির। একইসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডও স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে পন্টিংও ১৯ শতরান করেছিলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে গ্রেম স্মিথের টেস্টে ২৫ সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: সেঞ্চুরি কোহালির, পুণেয় বিরাট-রাহানের ব্যাটে রানের পাহাড়ে ভারত​

আরও পড়ুন: সাফল্যের কারণ ইডলি-ডায়েট, ফাঁস করলেন ময়াঙ্ক​

এই শতরানের সঙ্গে সঙ্গে আট টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ঘরের মাঠে ও বাইরে সেঞ্চুরি করে ফেললেন তিনি। এর আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না তাঁর। একইসঙ্গে, ভারতীয়দের মধ্যে পঞ্চাশকে একশো রানে পরিণত করার ‘কনভার্সন রেট’-এর বিচারে শীর্ষে চলে এলেন তিনি। কোহালির ‘কনভার্সন রেট’ ৫৩.১ শতাংশ। তিনি টপকালেন আজহারকে। প্রাক্তন ভারত অধিনায়কের ‘কনভার্সন রেট’ ছিল ৫২.১ শতাংশ। বিশ্বক্রিকেটে ডোনাল্ড ব্র্যাডম্যানের ‘কনভার্সন রেট’ সবচেয়ে বেশি, ৬৯ শতাংশ।

আর এক রেকর্ডে অবশ্য স্যার ডনকেও টপকে গেলেন কোহালি। টেস্টে অধিনায়ক হিসেবে মোট আটবার দেড়শোর গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন ব্র্যাডম্যান। শুক্রবার পুণেয় কোহালি অধিনায়ক হিসেবে টেস্টে ন’বার দেড়শো করলেন। তবে ব্র্যাডম্যান তা করেছিলেন অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে। কোহালির এল অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে। ব্র্যাডম্যানের মোট টেস্ট রানকেও এই ইনিংসে টপকে গেলেন ভারত অধিনায়ক। স্যার ডনের ৬৯৯৬ রান পেরিয়ে গিয়ে কোহালি আপাতত থামলেন ৭০৫৪ রানে।

এ দিন টেস্টে মোট রানে কোহালি টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকরকে (৬৮৬৮ রান)। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে মোট রানে তিনি এখন সাত নম্বরে। সচিন তেন্ডুলকর (১৫,৯২১), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫), সুনীল গাওস্কর (১০,১২২), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), বীরেন্দ্র সহবাগ (৮৫০৩), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৭২১২) পরই রয়েছেন কোহালি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE