এক ধাপ উঠলেন কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।
এক ধাপ এগোলেন বিরাট কোহালি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ক্রমপর্যায়ে ভারত অধিনায়ক উঠে এলেন সাতে। তাঁর পয়েন্ট ৬৯৭।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই কোহালি রয়েছেন প্রথম দশের ভিতর। টি-টোয়েন্টিতে তিনি উঠে এসেছেন ৭ নম্বরে। ওয়ানডে ফরম্যাটে তিনি শীর্ষে রয়েছেন। আর টেস্ট তিনি রয়েছেন দুইয়ে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন আর একজনই, লোকেশ রাহুল। তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। তাঁর পয়েন্ট ৮১৬। ডেভিড মালান (৯১৫) ও বাবর আজমের (৮২০) পরে রয়েছেন রাহুল। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার, সব মিলিয়ে বিরাট ও রাহুল ছাড়া আর কোনও ভারতীয় প্রথম দশে নেই।
আরও পড়ুন: আইপিএল গভর্নিং কাউন্সিলে ক্রিকেটারদের প্রতিনিধি প্রজ্ঞান ওঝা
আরও পড়ুন: ফের ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ডের সভার আগে প্রীতি ম্যাচ
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় ১৩ থেকে ৭ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। অন্যদিকে, এই ফরম্যাটেই ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন আর এক কিউয়ি টিম সেইফার্ট। তিনি কেরিয়ারের সেরা ৯ নম্বরে উঠে এসেছেন।
Huge gains for Tim Seifert 🎉
— ICC (@ICC) December 23, 2020
He has climbed up 24 spots to break into the top 10 of the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings for batting 👀
Full list 👉 https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/HzjxuFo0NI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy