Advertisement
২২ নভেম্বর ২০২৪
Virat Kohli

‘কোহালি বিরল প্রতিভা, নাম থাকতে পারে ব্র্যাডম্যানের পরেই’

সাধারণত, সচিন তেন্ডুলকরের সঙ্গেই তুলনা হয় কোহালির। লিটল চ্যাম্পিয়নের রেকর্ড চেজমাস্টার টপকে যেতে পারেন কিনা, তা নিয়ে ক্রিকেটমহলে চলে চর্চা। কিন্তু, সঙ্গাকারার মুখে উঠে এসেছে ব্র্যাডম্যানের সঙ্গে কোহালির তুলনা।

তিন ফরম্যাটেই বিরাটের গড় পঞ্চাশের উপরে। ছবি টুইটার থেকে নেওয়া।

তিন ফরম্যাটেই বিরাটের গড় পঞ্চাশের উপরে। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১২:৩৩
Share: Save:

ডোনাল্ড ব্র্যাডম্যানের মতো গ্রেটেস্ট ক্রিকেটার হয়ে উঠতে পারেন বিরাট কোহালি। এমনই মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা।

সাধারণত, সচিন তেন্ডুলকরের সঙ্গেই তুলনা হয় কোহালির। লিটল চ্যাম্পিয়নের রেকর্ড চেজমাস্টার টপকে যেতে পারেন কিনা, তা নিয়ে ক্রিকেটমহলে চলে চর্চা। কিন্তু, সঙ্গাকারার মুখে উঠে এসেছে ব্র্যাডম্যানের সঙ্গে কোহালির তুলনা। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডনের গড় ৯৯.৯৪। যা অবিশ্বাস্য। অদূর ভবিষ্যতেও কোনও ব্যাটসম্যানের পক্ষে এই গড় ছাপিয়ে যাওয়া কার্যত অসম্ভব। নিজের সময় ক্রিকেটে কোনও রেকর্ড অধরা থাকেনি ব্র্যাডম্যানের।

অন্য দিকে, এই সময়ের সেরা ব্যাটসম্যানদের তালিকার উপরেই আছেন বিরাট কোহালি। তিন ফরম্যাটেই ভারত অধিনায়কের গড় পঞ্চাশের উপরে। এক শোয়ে সঙ্গাকারা বলেছেন, “বিরাট দুর্দান্ত ফিট। সেরা হয়ে ওঠার জন্য ওর দায়বদ্ধতা ও সঙ্কল্পের কথা দেখেছি, শুনেছি। মাঠে ও মাঠের বাইরে শারীরিক, মানসিক ও স্কিল রয়েছে ওর। ডনের পরে গ্রেটেস্ট হয়ে ওঠার সুযোগ রয়েছে কোহালির সামনে।”

আরও পড়ুন: ‘বাইরে থেকে বোঝা কঠিন, মনের ভিতর কী ঝড় চলছিল’, সুশান্তের মৃত্যুতে হতবাক ক্রিকেটমহলও

আরও পড়ুন: গম্ভীর বলছেন, ধোনি প্রচুর রেকর্ড ভেঙে দিতে পারতেন যদি...

টেস্ট ও এক দিনের ক্রিকেটে যথাক্রমে ১২৪০০ ও ১৪২৩৪ রানের মালিক কুমার সঙ্গাকারা বলেছেন, “ক্রিকেটারদের মধ্যে ও বিরল প্রজাতির। অনুপ্রেরণার দিক দিয়ে আমার জীবনে সব ফরম্যাট মিলিয়ে যত জনকে দেখেছি, তার মধ্যে ও অন্যতম সেরা। সবচেয়ে ভাল লাগে বিরাটের প্যাশন, ওর ব্যক্তিত্ব, মাঠে নিজের আবেগকে নির্দ্বিধায় মেলে ধরা। তা সে দলকে নেতৃত্ব দেওয়ার সময়েই হোক বা একক লড়াইয়ের সময়েই হোক। ও ভারতকে জেতাতে চায়। ও পুরনো ঘরানার ক্রিকেটার। খুব একটা চটকদার শট না, কিন্তু মারাত্মক কার্যকরী।”

কোহালি এখন টেস্টে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান। এক দিনের ক্রিকেটে তিনিই এক নম্বরে। ২০১৮ সালে এই ফরম্যাটে মাত্র ২০৫ ইনিংসে ১০ হাজার রানে পৌঁছে রেকর্ড করেছিলেন তিনি। গত বছর মাত্র ২৬ ম্যাচে ১৩৭৭ রান এসেছে তাঁর ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট শতরানের সংখ্যা ৭০।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy