বিরাট রেকর্ড কোহালির। ছবি: সোশ্যাল মিডিয়া
রেকর্ড ভাঙা গড়ার অপর নাম বিরাট কোহালি। ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪ রান করতেই তিনি টপকে গেলেন এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক। আর এই রেকর্ড ছুঁতে তিনি নিলেন মাত্র ২৪২ ইনিংস। তাঁর আগে যে সব কিংবদন্তিরা এই কীর্তি ছুঁয়েছেন তাঁদের থেকে অনেক কম ইনিংস খেলে তিনি পৌঁছে গেলেন এই রানে।
১২ হাজার রান করতে বিরাটের আগে সব চেয়ে কম ইনিংস নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ৩০০ ইনিংস খেলে তিনি পৌঁছে গিয়েছিলেন এই রানে। কিন্তু সেই রেকর্ড বুধবার ভেঙে দিলেন বিরাট। সচিনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই করে ফেললেন ১২ হাজার রান।
ভারতের ২ ব্যাটসম্যান ছাড়াও ১২ হাজার রানের মাইলফলক পার করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩১৪ ইনিংস), কুমার সঙ্গকারা (৩৩৬ ইনিংস), সনৎ জয়সূর্য (৩৭৯ ইনিংস) এবং মাহেলা জয়বর্ধনে (৩৯৯ ইনিংস)। বিশ্বের সেই সব সেরা ব্যাটসম্যানদের টপকে গেলেন বিরাট। এবং তা করলেন অনেক কম ইনিংস খেলে।
1️⃣2️⃣,0️⃣0️⃣0️⃣ ODI runs for Virat Kohli 🔥
— ICC (@ICC) December 2, 2020
He has become the fastest batsman to reach the milestone, in just 242 innings 🤯 #AUSvIND pic.twitter.com/H0XlHjkdNK
আরও পড়ুন: দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট, রেকর্ডের সামনে থাকলেও বাদ পড়লেন শামি
ভারত যদিও আজকের ম্যাচে বিরাটের থেকে আরও বড় রান চাইবে। অস্ট্রেলিয়াকে হারাতে বড় রান তুলে চাপে ফেলতে হবে ভারতকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy