লকডাউনে বাড়িতে প্রাকটিস ফেডেরারের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাস আতঙ্কে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। যার জেরে ঘরবন্দি হয়ে থাকছেন অধিকাংশ মানুষ। সুইস টেনিস তারকা রজার ফেডেরারও নিজেকে ঘরবন্দি রেখেছেন। কিন্তু ঘরবন্দি থাকলেও টেনিস থেকে দূরে নেই তিনি। বাড়ির মধ্যেই চলছে তাঁর প্র্যাকটিস। সেই ভিডিয়ো মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল।
ভিডিয়ো আপলোড করে ২০ বারের গ্রান্ডস্ল্যামজয়ী লিখেছেন, ‘‘নিশ্চিত হলাম, ট্রিক শট নেওয়া এখনও মনে আছে আমার।’’ তার পর হ্যাশট্যাগ দিয়েছেন ‘টেনিস অ্যাট হোম’।
২২ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির চারিদিক বরফে ঢাকা। স্নো-ফলও চলছে। এর মধ্যেই দেওয়ালে বল মেরে প্র্যাকটিস করছেন তিনি। মূলত বিহাইন্ড দ্য ব্যাক শট মারতে দেখা যাচ্ছে তাঁকে। দু’পায়ের ফাঁক দিয়ে নেওয়া এই শট দেখে এক সময় চমকে গিয়েছিল গোটা বিশ্ব। দেখুন সেই ভিডিয়ো—
Making sure I still remember how to hit trick shots #TennisAtHome pic.twitter.com/DKDKQTaluY
— Roger Federer (@rogerfederer) March 30, 2020
আরও পড়ুন: লকডাউনে ‘বুলেট কফি’ বানানো শেখালেন জন্টি রোডস
আরও পড়ুন: ধোনি বা কোহালি নয়, সৌরভই ভারতের সেরা টেস্ট অধিনায়ক, বললেন যুবরাজ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy