ওয়াইনালডামকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি রয়টার্স
ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস। রবিবার আমস্টারডামে ঘরের মাঠে জিততে অবশ্য কমলা জার্সিধারীদের অপেক্ষা করতে হল ৮৫ মিনিট পর্যন্ত। অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ। অন্যদিকে, অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে উত্তর ম্যাসিডোনিয়াকে।
২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জর্জিনিয়ো ওয়াইনালডাম। সাত মিনিট পরে ব্যবধান বাড়ান উইট উইঘস্ট।
তবে খেলা তখনও শেষ হয়নি। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ইউক্রেন। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এবং রোমান ইয়ারেমচুক। তবে কমলা জার্সিধারীদের স্বস্তি দিয়ে ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন ডেনজেল ডামফ্রিস। ম্যাচের পর নেদারল্যান্ডস কোচ বলেছেন, ভবিষ্যতে দ্বিতীয়ার্ধে যাতে এ ভাবে আচমকা দলের পতন না হয়, সে দিকে খেয়াল রাখবেন।
Depay with an 𝗶𝗻𝗰𝗵-𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 nutmeg on the run 😎@Memphis 🔥@HisenseSports | #EUROSkills | #EURO2020 pic.twitter.com/HUA211fVL2
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন স্টেফান লাইনার। কিন্তু ২৮ মিনিটে সমতা ফেরান ৩৭ বছরের স্ট্রাইকার গোরান পান্ডেভ। প্রথম সারির প্রতিযোগিতায় এটাই প্রথম গোল উত্তর ম্যাসিডোনিয়ার। তবে সেই খেলা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়াকে জেতান মাইকেল গ্রেগরিশ এবং মার্কো আর্নতোভিচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy