Advertisement
০২ নভেম্বর ২০২৪

মেসি বনাম পোগবা, রোনাল্ডো বনাম ব্লিন্দ

সুইৎজ়ারল্যান্ডের নিয়ঁ-তে শুক্রবার হল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ‘ড্র’। এ বার শেষ আটে ইপিএলের চার ক্লাব। ম্যাঞ্চেস্টার সিটির লড়াই টটেনহ্যামের সঙ্গে। যে ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় টুইটের বন্যা। ম্যান সিটির ফুটবল ডিরেক্টর চিকি বেগিরিস্টাইন বলছেন, ‘‘গত বার লিভারপুলের কাছে হেরেছিলাম। আশা করি, ভাগ্য সঙ্গে থাকবে।’’   

যুযুধান: ওল্ড ট্র্যাফোর্ডে আগামী মাসে দেখা হবে দুই তারকার। ফাইল চিত্র

যুযুধান: ওল্ড ট্র্যাফোর্ডে আগামী মাসে দেখা হবে দুই তারকার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৪:০৭
Share: Save:

লিয়োনেল মেসি বনাম পল পোগবা। মাউরিসিয়ো পচেত্তিনোর টক্কর পেপ গুয়ার্দিওলার সঙ্গে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া আয়াখ্স আমস্টারডাম। আর ক্লপের লিভারপুল পেল অপেক্ষাকৃত দুর্বল এফসি পোর্তোকে।

সুইৎজ়ারল্যান্ডের নিয়ঁ-তে শুক্রবার হল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ‘ড্র’। এ বার শেষ আটে ইপিএলের চার ক্লাব। ম্যাঞ্চেস্টার সিটির লড়াই টটেনহ্যামের সঙ্গে। যে ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় টুইটের বন্যা। ম্যান সিটির ফুটবল ডিরেক্টর চিকি বেগিরিস্টাইন বলছেন, ‘‘গত বার লিভারপুলের কাছে হেরেছিলাম। আশা করি, ভাগ্য সঙ্গে থাকবে।’’

ফুটবল মহলের বিশ্লেষণ, ওয়ে গুন্নার সোলসারের কঠিন পরীক্ষা। প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধে অঘটন ঘটালেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ‘বাঘের’ মুখে। যদিও ক্যাম্প ন্যু-তে গুন্নারের সুখস্মৃতি আছে। ১৯৯৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাঁর করা গোলে ‘দ্য রেড ডেভিলস’ ইউরোপ সেরা হয় বায়ার্ন মিউনিখকে হারিয়ে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগের চার ক্লাব খেলেছিল এক দশক আগে। সূচি যা হল তাতে বার্সেলোনা-ম্যান ইউ ম্যাচে যে জিতবে, তারা সেমিফাইনালে খেলবে লিভারপুল-পোর্তো লড়াইয়ে বিজয়ীর সঙ্গে। তবে ধরেই নেওয়া হচ্ছে, সেমিফাইনালে খেলবে গতবারের ফাইনালিস্ট সাদিয়ো মানেদের ক্লাব।

গত মরসুমে প্রি-কোয়ার্টার ফাইনালে পোর্তোকে গোলের গড়ে ৫-০ হারায় লিভারপুল। সূচি শুনে ক্লপ বলেন, ‘‘গত বারই পোর্তোর সঙ্গে খেলেছি। এটাও জানি, ওদের হারাতে কত ভাল খেলতে হয়েছিল। অনেকে হয়তো ভাবছেন সহজ সূচি পেয়েছি। অনেকের দলে আমাকে রাখবেন না।’’ কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে ১০ দিনে। ইটালীয় ফুটবলের ‘ওল্ড লেডি’ জুভেন্তাস ১৯৯৬ সালে টাইব্রেকারে কিংবদন্তি ক্রুয়েফের আয়াখ্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে তার পরে পাঁচ বার ফাইনালে হেরেছে। রোনাল্ডোকে পেয়ে ট্রফির খরা কাটিয়ে উঠতে তাই সেরি আ-র চ্যাম্পিয়ন ক্লাব মরিয়া।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE