সুপার লিগের বিরুদ্ধে বিক্ষোভ ফাইল চিত্র
ইরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হওয়া সমর্থকদের ক্ষোভ কমাতে ক্লাবের প্রশাসনে সমর্থকদের প্রতিনিধিদের আনার সিদ্ধান্ত নিল টটেনহ্যাম হটস্পার। সমর্থকদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে এই প্রতিনিধিদের নির্বাচিত করা হবে।
বিবৃতিতে ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা সমর্থকদের কাছ থেকে সঠিক প্রতিনিধি চাই। যাতে সমর্থকরা কী চায়, সেটা আমরা বুঝতে পারি’।
ইংল্যান্ডের ছয় ক্লাব ও ইউরোপের প্রথম সারির ছ’টি ক্লাবকে নিয়ে সুপার লিগ চালু করার চিন্তা ভাবনা শুরু হলেও সমর্থক ও প্রাক্তন ফুটবলারদের অমতে তা ভেস্তে যায়। তবে সমর্থকদের ক্লাবের প্রশাসনে নিয়ে আসার উদ্যোগ এবারই প্রথম নয়। সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দিতে এই পদক্ষেপ আগেই নিয়েছে চেলসি। ১ জুন প্রথম বোর্ডের সভায় আসবেন সেই প্রতিনিধিরা। সমর্থকদের ক্লাবের কাজে সামিল করার উদ্যোগ নিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy