অবসর নেবেন ওয়াটলিং। ফাইল ছবি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পরেই অবসর নেবেন বি জে ওয়াটলিং। নিউজিল্যান্ডের উইকেটকিপার নিজেই একথা জানিয়েছেন। ৩৫ বছরের ওয়াটলিং দেশের হয়ে ৭৩টি টেস্ট, ২৮টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ভরসা ওয়াটলিং। দেশকে আইসিসি তালিকায় শীর্ষে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৭৭৩ রান করেছেন টেস্টে, যার মধ্যে ৮টি শতরান রয়েছে। নবম উইকেটকিপার হিসেবে টেস্টে দ্বিশতরান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেটকিপার হিসেবে দ্বিশতরান রয়েছে তাঁর। ৩৫০ বা তার বেশি রানের জুটি দু’বার রয়েছে তাঁর। একবার ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে ভারতের বিরুদ্ধে ২০১৪-তে এবং পরের বছর কেন উইলিয়ামসনের সঙ্গে।
ওয়াটলিং এক ভিডিয়ো বার্তায় বলেছেন, “এটাই সঠিক সময়। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পেরে গর্বিত। টেস্ট খেলতে পেরে আরও বেশি খুশি। টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে সব থেকে সেরা। প্রতিটা মিনিট উপভোগ করেছি। পাঁচ দিনের ধকলের পর ড্রেসিংরুমে বসে সকলের সঙ্গে বিয়ার খাওয়া খুব মিস করব।”
🗣📹 @B_Jwatling in his own words on retiring from all cricket after the @ICC World Test Championship Final in June against India. Watling will leave the game having represented New Zealand more than 100 times and @ndcricket 243 times. #WTC21 pic.twitter.com/isrgA6aoTy
— BLACKCAPS (@BLACKCAPS) May 11, 2021
🥇 Most Test dismissals by a @BLACKCAPS keeper
— ICC (@ICC) May 11, 2021
🥇 Most Test runs by a New Zealand keeper
🥇 Highest individual Test score by a New Zealand keeper
Congratulations to @B_Jwatling, who is hanging up the gloves after the #WTC21 final 🧤 pic.twitter.com/OnvERRGviV
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy