Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Tokyo Paralympics 2020

Tokyo Paralympics: প্যারালিম্পিক্সে শুটিংয়ে পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন সিংহরাজ আধানা

যোগ্যতা নির্ণায়ক পর্বে ছয় নম্বরে থাকা সিংহরাজ ভারতকে পদক এনে দিলেন।

সিংহরাজ আধানা

সিংহরাজ আধানা ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১২:১০
Share: Save:

প্যারালিম্পিক্সে ফের পদক জিতল ভারত। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন ভারতের সিংহরাজ আধানা। ফাইনালে ২১৬.৮ পয়েন্ট পেয়ে পদক জেতেন তিনি।

তবে একই ইভেন্টে হতাশ করেছেন মণীশ নারওয়াল। যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথম হলেও ফাইনালে সাত নম্বরে শেষ করেন তিনি। ১৩৫.৮ পয়েন্ট পেয়েছেন মণীশ। অন্যদিকে যোগ্যতা নির্ণায়ক পর্বে ছয় নম্বরে থাকা সিংহরাজ ভারতকে পদক এনে দিলেন।

ফাইনালের শুরু থেকেই ভাল ছন্দে ছিলেন ভারতের শুটার। প্রথমেই ৯৫ পয়েন্ট পেলেও পরের শটেই ৯৭ মারেন সিংহরাজ। শেষ শটে ফের একবার ৯৭ মেরে ব্রোঞ্জ জেতেন তিনি। এক হাতে পিস্তল ধরে শুট করেন সিংহরাজ। এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।

ভারতের এই শুটারকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE