জিতুরা এ বার যোগ্যতা অর্জনই করতে পারেননি। ফাইল ছবি
এক সময় অলিম্পিক্সে ভারতীয় শুটিং দল মানেই সেখানে থাকত সেনাবাহিনীর দাপট। মৌ-এর আর্মি মার্কসম্যানশিপ ইউনিটের (আমু) শুটাররাই সেখানে বেশিরভাগ জায়গা দখল করে থাকতেন। সেই প্রথা অবশেষে ভাঙল। ২০০০-এর এই প্রথম বার সেনাবাহিনীর কোনও শুটার অংশ নিচ্ছেন না অলিম্পিক্সে।
এ বারে ১৫ জন ভারতীয় শুটার যাচ্ছেন অলিম্পিক্সে, যা রেকর্ড। তাতেও নেই সেনার কেউ। শুক্রবার ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে ষষ্ঠ স্থানে শেষ করেন গুরপ্রীত সিংহ। সেই সঙ্গেই সেনাবাহিনীর একমাত্র আশা শেষ হয়ে যায়।
২০০৪ সালে ডাবল ট্র্যাপে রাজ্যবর্ধন সিংহ রাঠৌর রুপো জিতেছিলেন। ২০১২-য় রুপো পান বিজয় কুমার। ২০১৬-য় জিতু রাই এবং চৈন সিংহ যোগ্যতা অর্জন করলেও পদক পাননি। বিজয় ২০১৭-তেই অবসর নিয়ে সেনাবাহিনী থেকে। বাকিরা কেউ ফর্মে ছিলেন না। বরং, অলিম্পিক্স শুটিং দলে এ বার দেখা যাবে সৌরভ চৌধুরি, ঐশ্বর্য প্রতাপ সিংহদের মতো তরুণদের দাপট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy