হেরে হতাশ সিন্ধু। ছবি পিটিআই
গত বারের অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। এ বার লক্ষ্য ছিল পদকের রং বদলাবেন। পদকের রং বদলাতে চলেছে ঠিকই, তবে সোনা নয়, সেটা হতে পারে ব্রোঞ্জ। কারণ, শনিবারই সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় তাই জু ইংয়ের কাছে হেরে গিয়েছেন পি ভি সিন্ধু।
ম্যাচের পর তিনি বলেছেন, “আমি বেশ দুঃখিত। নিজের সেরা খেলাটা খেলেছি। কিন্তু আজকের দিনটা আমার ছিল না। শেষ পর্যন্ত লড়েছি। কিন্তু লাভ হয়নি।”
প্রথম গেমে লড়াই হলেও দ্বিতীয় গেমে সিন্ধুকে কার্যত দাঁড় করিয়ে জিতেছেন তাই জু। শটের একাধিক বৈচিত্র দেখা গিয়েছে তাঁর খেলায়। সিন্ধুর ব্যাখ্যা, “ওর দক্ষতা সম্পর্কে আমি ভালই জানি। তাই সেটায় কোনও সমস্যা হয়নি। সেমিফাইনালে খেলার একটা আলাদা চাপ থাকেই। সহজে পয়েন্ট জেতা যায় না।”
A game of winners in every sense 🔥
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 31, 2021
Well played, @PVSindhu1 🙌👏#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #BestOfTokyo pic.twitter.com/16PCYLGJX8
এখনই হাল ছাড়তে নারাজ এই ভারতীয় খেলোয়াড়। ব্রোঞ্জ ম্যাচেও নিজেকে নিংড়ে দিতে চান। বলেছেন, “বহু ভারতীয় আমাকে সমর্থন করেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনটা আমার ছিল না। আপাতত পরের ম্যাচে মনঃসংযোগ করছি। কালকেও নিজের সেরাটা দিতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy