মঙ্গলবার অলিম্পিক্সে ভারতীয় প্রতিযোগীরা।
পদকের আশায় মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় শুটারদের দিকে নজর রেখেছিলেন সকলে। কিন্তু হতাশাই নিয়ে এলেন মনু ভাকেররা। হকিতে ঘুরে দাঁড়াল ভারত। দেখে নেওয়া যাক মঙ্গলবার অলিম্পিক্সে কোন খেলায় ভারতের কোন প্রতিযোগী কেমন খেললেন।
১০ মিটার এয়ার পিস্তল (মিক্সড)
মনু ভাকের এবং সৌরভ চৌধরি যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে এক নম্বরে শেষ করেন। আশা বাড়ছিল ভারতের। পদক জয়ের লড়াইয়ে নামতে হলে দ্বিতীয় যোগ্যতা অর্জন পর্বে প্রথম চারের মধ্যে থাকতে হত তাঁদের। কিন্তু তাঁরা শেষ করেন সপ্তম স্থানে। পদকের আশা শেষ হয়ে যায় ভারতের।
Heartbreak folks 💔
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Manu Bhaker & Saurabh Chaudhary missed OUT qualifying for medal rounds of Mixed Team event.
The duo finished 7th in 2nd stage (out of 8 shooters) with 380 points
Abhishek & Yashswini Deswal were already eliminated in Stage 1 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/S1CZ09M2EC
১০ মিটার এয়ার রাইফেল (মিক্সড)
যোগ্যতা অর্জনের প্রথম পর্বেই বিদায় নিল এলাভেনিল ভালারিভান এবং দিব্যাংশ সিংহের জুটি। প্রথম আটের মধ্যে থাকলে পরের পর্বে যাওয়ার সুযোগ পাওয়া যেত। কিন্তু ভারতীয় জুটি শেষ করল ১২ নম্বর স্থানে।
Another Shooting event, another 💔
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Both the Indian duos Anjum/Deepak & Elavenil/ Divyansh eliminated in Stage 1 of 10m Air Rifle Mixed Team event
Elavenil/Valarivan finished 12th
Anjum/Deepak finished 18th
Only Top 8 qualify for next Stage #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/gAgZDXGG9Q
ব্যাডমিন্টন (পুরুষদের ডবলস)
চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জয় পেলেন ২১-১৭, ২১-১৯ ব্যবধানে। কিন্তু গ্রুপে তৃতীয় স্থানে শেষ করায় পরের রাউন্ডে যেতে পারলেন না তাঁরাও। প্রথম দুই দল হিসেবে পরের পর্বে পৌঁছে গেল ইন্দোনেশিয়া এবং চাইনিজ তাইপেই। গ্রুপ পর্বে তিনটির মধ্যে দুটো ম্যাচ জিতেও তাই বিদায় নিতে হল চিরাগদের।
#Badminton :
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Satwiksairaj Rankireddy & Chirag Shetty win their final Group match 21-17, 21-19 aginst the British duo.
They end their campaign with 2 wins & 1 loss; finish 3rd in their group & miss OUT on Qualifying for QF spot by a whisker. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/sINYEmHvFp
টেবিল টেনিস (পুরুষ)
হেরে গেলেন শরথ কমল। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন বিশ্বের দুই নম্বর মা লং-এর। ১-৪ ব্যবধানে হেরে গেলেন তিনি। টেবিল টেনিসের সব কটি বিভাগ থেকেই বিদায় নিল ভারত।
#TableTennis :
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Sharath Kamal gave his absolute best before going down against BEST of all time Ma Long 1-4 in 3rd round.
Proud of your effort @sharathkamal1
#Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/As4ECR0JQw
সেলিং
ভারতের হয়ে অংশ নিয়েছিলেন নেথরা কুমানান। লেজার বিভাগে অংশ নিয়ে সাফল্য পাননি তিনি। কোনও রেসেই প্রথম ১০ দেশের মধ্যে আসতে পারেনি ভারত।
হকি (পুরুষ)
স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ধাক্কা সামলে নিয়ে জয় পেলেন মনপ্রীত সিংহরা। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।
Good news folks:
— India_AllSports (@India_AllSports) July 27, 2021
Boxing: Lovlina Borgohain moves into QF (69kg) with 3:2 win over German pugilist. She received 1st round Bye.
✨ Lovlina is just one win away from a medal #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/Y5E07gtX6U
বক্সিং (মেয়েদের ৬৯ কেজি বিভাগ)
কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বড়গোহাঁই। জার্মানির নাদিন অ্যাপেজকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। পরের লড়াইয়ে জিতলেই পদক নিশ্চিত ভারতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy