নিরাশ করলেন বাংলার অতনু দাস। তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে ব্যক্তিগত ইভেন্টে হারলেন তিনি। শুক্রবার লভলিনা বড়গোহাঁইয়ের পর শনিবারও ভারতের আরও একটি পদক নিশ্চিত করতে নেমেছিলেন তিনি। জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে প্রথম রাউন্ডেই পিছিয়ে পড়তে হয় অতনুকে।
প্রথম রাউন্ডে তিনবার ৯ পয়েন্ট পান ফুরুকাওয়া। অতনু প্রথম শটে ৯ মারলেও পরের দুটিতে ৮ করে পয়েন্ট পান।
দ্বিতীয় রাউন্ডে শুরুতেই ১০ পয়েন্ট পান অতনু। এরপর দুবার ৯ পয়েন্ট করে পান তিনি। জবাবে শেষ চেষ্টায় ১০ পয়েন্ট তুলে নেন ফুরুকাওয়া। প্রথম দুটি শটে ৯ করে পয়েন্ট পান তিনি। ফলে এই রাউন্ডে সমান পয়েন্ট পান দুজনেই। তৃতীয় সেটে দুবার ১০ পয়েন্ট পেয়ে অতনু লড়াইয়ে ফিরে এলেও শেষ রাউন্ডে ২৬-২৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বাংলার তিরন্দাজকে।

অতনু দাস টুইটার