পি ভি সিন্ধু। ছবি: রয়টার্স
লং জাম্পের ফাইনালে উঠতে পারলেন না মুরলী শ্রীশঙ্কর। তিন বারের প্রচেষ্টায় সর্বোচ্চ ৭.৬১ মিটার লাফালেন। তাঁর ব্যক্তিগত রেকর্ড ৮.২৬ মিটার। সেই দূরত্ব অতিক্রম করলে অনায়াসে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারতেন।
দ্বিতীয় গেমে তাই জু-র কাছে দাঁড়াতেই পারলেন না সিন্ধু। ১২-২১ গেমে হারলেন তিনি। এ বারের মতো অলিম্পিক্সে লড়াই শেষ সিন্ধুর।
তাই জু-ইংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে ৭-১১ ব্যবধানে পিছিয়ে সিন্ধু।
প্রথম গেমে হেরে গেলেন সিন্ধু। ১৮-২১ ব্যবধানে হেরে গেলেন তিনি। পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিলেন তাই জু।
১১-৮ ব্যবধানে এগিয়ে রয়েছেন সিন্ধু। চাইনিজ তাইপেইয়ের তাই জু-র বিরুদ্ধে সেমিফাইনালের লড়াই তাঁর।
কোর্টের মধ্যে পড়ে গেলেন তাই জু। সিন্ধু এগিয়ে ৫-২ ব্যবধানে।
পদকের সম্ভাবনা ক্রমশ কমছে ভারতের। শেষ রাউন্ডে অবিশ্বাস্য খেলতে হবে পূজাকে
প্রথম রাউন্ডে হারলেন পূজা রানি। চিনের প্রতিপক্ষকে অনেক বেশি ক্ষিপ্র দেখাচ্ছে।
কোয়ার্টার ফাইনালে পূজা রানি। লড়াই চিনের লি কিয়ানের বিরুদ্ধে।
বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে খেলতে নামছেন সিন্ধু। অপেক্ষা আর কিছু ক্ষণের।
মেয়েদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে অঞ্জুম শেষ করলেন ১৫ নম্বরে। ৩৩ নম্বরে শেষ করেন সবন্ত। শুটিং থেকে বিদায় নিল ভারত।
Shooting:
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
Both Anjum Moudgil & Tejaswini Sawant fail to qualify for Final of 50m Rifle 3P event.
In Qualification: Anjum finished 15th (1167 pts) while Tejaswini finished 33rd (1154 pts).
Top 8 qualified for Final. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/r1GQaV63Yw
দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে দিল ভারত। বেঁচে রইল কোয়ার্টার ফাইনালের আশা।
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
Women's #Hockey: India beat South Africa 4-3 in their final pool match.
It keeps India in contention for QF spot.
For India to go through, Ireland should either lose or play out a draw against Great Britain later today. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/thDFZINSF8
৫০ মিটার রাইফেল প্রতিযোগিতায় ১০ নম্বরে উঠে এসেছেন অঞ্জুম। সবন্ত রয়েছেন ২৯ নম্বরে।
ফের গোল খেল ভারত। খেলার ফল ৩-৩। পরের পর্বে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।
তৃতীয় কোয়ার্টারের খেলা চলছে। ৩-২ গোলে এগিয়ে রয়েছেন রানি রামপালরা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে গোল শোধ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ফের এগিয়ে গিয়েছে ভারত।
২-১ গোলে এগিয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করল ভারত।
প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে গোল শোধ করল দক্ষিণ আফ্রিকা। ফল ১-১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy