মালেশ্বরীকে ছাপিয়ে গেলেন চানু।
অলিম্পিক্সে দ্বিতীয় দিনই পদক জিতল ভারত। মীরাবাই চানুর হাত ধরে ভারোত্তোলনে রুপো পেল ভারত।
অলিম্পিক্সে ভারোত্তোলনে এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে কর্নম মালেশ্বরী ভারোত্তোলনে দেশকে পদক এনে দিয়েছিলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রো়ঞ্জ জিতেছিলেন মালেশ্বরী। মহিলাদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ এসেছিল তাঁর হাত ধরে। সে দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর।
সে বার সোনা জিতেছিলেন চীনের লিন ওয়েইনিং। রুপো পেয়েছিলেন হাঙ্গেরির আরসেবেত মার্কাস।
That's how you go into the history books! 🙌
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 24, 2021
Saikhom Mirabai Chanu - Olympic silver medallist #BestOfTokyo | #Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | @mirabai_chanu pic.twitter.com/r1wpEerN9u
২০০০ সালের অলিম্পিক্সে মালেশ্বরী মোট ২৪০ কেজি তুলেছিলেন। এর মধ্যে স্ন্যাচে ১১০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তিনি তুলেছিলেন ১৩০ কেজি। সোনা জেতা ওয়েইনিংয়ের তোলা মোট ওজন ছিল ২৪২.৫ কেজি (স্ন্যাচে ১১০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তিনি তুলেছিলেন ১৩২.৫ কেজি)। রুপো জয়ী মার্কাসও ২৪২.৫ কেজি তুলেছিলেন।
মালেশ্বরীর পর চানুর হাত ধরে অলিম্পিক্সে দ্বিতীয় পদক এল ভারতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy