চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক পা এগিয়ে গেল ভারত। আপাতত ভারতের এক সপ্তাহ বিশ্রাম। গ্রুপের শেষ ম্যাচ রবিবার। কী ভাবে প্রস্তুত হচ্ছেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর।
রবিবার আইএসএলে লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এখনও দু’টি ম্যাচ বাকি তাদের। ভারতসেরা হওয়ার পর কী বলছে হোসে মোলিনার দল? চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড ম্যাচ।
পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত, রোহিতদের দলের খবর
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের দিকে আরও এক পা এগিয়ে গেল ভারত। আজ বাংলাদেশ হেরে গেলেই রোহিত শর্মার দলের শেষ চার নিশ্চিত। বাংলাদেশ জিতলে অবশ্য ঝুলে থাকবে সেমিফাইনালে যাওয়া। আপাতত ভারতের এক সপ্তাহ বিশ্রাম। গ্রুপের শেষ ম্যাচ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রবিবার। কী ভাবে প্রস্তুত হচ্ছেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর।
দু’ম্যাচ বাকি থাকতে আইএসএলের লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান,পেত্রাতোস, কোলাসোদের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। রবিবার ওড়িশাকে হারাতেই পর পর দু’বার লিগ-শিল্ড জেতার নজির গড়ল সবুজ-মেরুন। এখনও দু’টি ম্যাচ বাকি তাদের। ভারতসেরা হওয়ার পর কী বলছে মোহনবাগান শিবির? হোসে মোলিনার দলের সব খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ আবার ‘এ’ গ্রুপের ম্যাচ। মুখোমুখি বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। দু’টি দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। নিউ জ়িল্যান্ড তাদের প্রথম ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। আজ খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে একটিই ম্যাচ, সেভিয়া মুখোমুখি মায়োরকার
স্প্যানিশ লিগে আজ একটিই ম্যাচ। লড়াই সেভিয়া ও মায়োরকার। সেভিয়ার ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্টে রয়েছে মায়োরকা। এই ম্যাচ রাত ১:৩০ থেকে।