Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Today’s Sports Events

আজ আত্মপ্রকাশ কোচ গম্ভীরের, আমেরিকায় নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, কোথায়, কখন কী খেলা?

আজ গৌতম গম্ভীর কোচ হিসাবে প্রথম বার প্রকাশ্যে আসবেন। তিনি কী বলবেন সে দিকে তাকিয়ে সকলেই। এ ছাড়া, আমেরিকার টি-টোয়েন্টি লিগে কলকাতা বনাম মুন্বই ম্যাচও রয়েছে।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ০৭:০০
Share: Save:

কোচ হিসাবে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রথম বার আত্মপ্রকাশ হতে চলেছে গৌতম গম্ভীরের। সকলে অপেক্ষা করে আছেন কোন দর্শনে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নতুন কোচের? শ্রীলঙ্কার বিরুদ্ধে কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। এ ছাড়া, আমেরিকার টি-টোয়েন্টি লিগে কলকাতা বনাম মুন্বই ম্যাচও রয়েছে।

কোচ হিসাবে কী বলবেন গম্ভীর?

শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে আজ সকালে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের। সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা সাংবাদিক বৈঠকের। কেকেআরের মেন্টর থাকাকালীন চাঁচাছোলা ভাষায় বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যেত তাঁকে। ভারতের কোচ হিসাবেও কি একই জিনিস দেখা যাবে? সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা, হার্দিক পাণ্ড্যকে সরিয়ে দেওয়া, হর্ষিত রানাকে সুযোগ দেওয়া, শুভমন গিলকে সহ-অধিনায়ক করা— নানা বিষয় নিয়ে মিলতে পারে তাঁর জবাব। ভারতীয় ক্রিকেটের আগামী দিনের রূপরেখাও বর্ণনা করতে পারেন গম্ভীর। তাঁর সাংবাদিক বৈঠক সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা জিয়ে সিনেমা অ্যাপে।

নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স

আজ নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। আইপিএলে নয়, মেজর লিগ ক্রিকেটে। আমেরিকার টি-টোয়ন্টি লিগে আজ মুখোমুখি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও নিউ ইয়র্ক মুম্বই ইন্ডিয়ান্স। সুনীল নারাইনের অধিনায়ত্বে এই প্রতিযোগিতায় খেলছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। রয়েছেন আন্দ্রে রাসেল, ডেভিড মিলারেরা। তাঁদের সঙ্গে ট্রেন্ট বোল্ট, টিম ডেভিডদের লড়াই সকাল ৬টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE