ক্ষোভ: সাংবাদিক সম্মেলনে সোজাসাপ্টা থিয়াগো। টুইটার
কাতার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে শনিবার ভারতীয় সময়ে ভোরবেলা ব্রাজিল খেলবে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেই ম্যাচ খেলতে নামার আগে অস্বস্তিতে রয়েছে লাতিন আমেরিকা ফুটবলের দুই শক্তিধর দেশ।
ব্রাজিলের তারকা নেমার চোট পেয়ে মাঠের বাইরে। কোচ তিতে জানিয়েছেন, নেমারকে নিয়ে তাঁরা কোনও ঝুঁকি নেবেন না। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি। ব্রাজিল শিবিরের আশা, ১৮ নভেম্বর উরুগুয়ের বিরুদ্ধে হয়তো নেমার খেলতে পারেন। কাসেমিরো, ফিলিপে কুতিনহো ও ফাবিনহোকেও পাওয়া যাবে না ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ম্যাচে। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার থিয়াগো সিলভা জানিয়েছেন, টানা ম্যাচ খেলে ফুটবলারদের চোট-আঘাত বেড়ে চলেছে। তিনি বলেছেন, “সূচি নিয়ে সকলের মতো আমরাও বিরক্ত। অতিরিক্ত ম্যাচের কারণে চোটের মাত্রা বেড়ে যাচ্ছে। তার মধ্যে করোনা সংক্রমণ সকলের মানসিক উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফুটবলাররাও মানুষ, তাঁদের যন্ত্র মনে করার কোনও কারণ নেই।” প্রসঙ্গত লাতিন আমেরিকা গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।
এ দিকে, প্যারাগুয়ে এবং পেরুর বিরুদ্ধে লিয়োনেল মেসি খেলবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে আর্জেন্টিনা শিবিরে। মেসি গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাই তাঁকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোটের কারণে খেলবেন না সের্খিয়ো আগুয়োরো এবং পাওলো দিবালাও। তবে দলে ফিরেছেন অ্যাঙ্খেল দি মারিয়া।
শুক্রবার খেলবে উরুগুয়েও। শেষ ম্যাচে তারা ইকুয়েডরের কাছে ২-৪ হেরে যায়। লড়াইয়ে থাকতে লুইস সুয়ারেসদের হারাতেই হবে কলম্বিয়াকে। ফুটবলের ঠাসা সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানুয়েল নয়্যারও। জার্মানির অধিনায়ক বলেছেন, ‘‘অতিমারির কারণে সূচি অন্য রকম হয়ে গিয়েছে। খুবই কঠিন সূচি। আগে কখনও এমন অবস্থায় পড়তে হয়নি।’’ নেশনস লিগে শনিবার জার্মানি খেলবে ইউক্রেনের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy