মাইকেল বালাক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডারদের তালিকায় অনায়াসে সুযোগ পাবেন এই জার্মান। বহু দিন দলের অধিনায়কত্ব করা বালাককে ‘ফাইনাল ফ্লপ’ বলা হয়। বেশ কয়েক বার আন্তর্জাতিক ট্রফির কাছাকাছি এসেও খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। ২০০২ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল এবং ২০০৮ বিশ্বকাপ ফাইনালে স্পেনর কাছে হারে বালাকের জার্মানি।
অলিভার কান: জার্মানির সর্বকালের সেরা গোলরক্ষক দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের কাছে ফাইনালে দু’গোল খাওয়ার আগে পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছিলেন কান। কিন্তু ফাইনালে হেরে যায় জার্মানি। ৮ বার বুন্দেশলিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কান উয়েফার বর্ষসেরা গোলরক্ষকও হয়েছেন বেশ কয়েক বার। কিন্তু বড় আন্তর্জাতিক ট্রফি অধরাই রয়ে গিয়েছে।
লিওনেল মেসি: তিন বার কোপা আমেরিকা, একবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও চার বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পাঁচ বারের এই ব্যালন ডি’অরকে। শেষ বার কোপা ফাইনালে হারার পর হতাশ মেসি অবসরই নিয়ে নেন। তবে ফিরে আসেন কয়েক দিনের মধ্যেই। পরবর্তী বিশ্বকাপের টিকিট আর্জেন্তিনা আদৌ পাবে কি না সেটাই প্রশ্নের মুখে থাকায় বড় আন্তর্জাতিক ট্রফি জেতার সম্ভাবনা মেসির প্রায় নেই বললেই চলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy