দীনেশ কার্তিক। ছবি: এপি
তাঁর ব্যাটিং দেখে টুইটারে ঝড়। অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছে। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ৩৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’
আর ম্যাচের নায়ক নিজে কী বলছেন দলকে চ্যাম্পিয়ন করে?
কার্তিক বলেছেন, ‘‘জেতার পরে সতীর্থদের উল্লাসে আমি আপ্লুত। গোটা সিরিজে আমরা ভাল খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল না জিততে পারলে খুবই খারাপ লাগত। এই পিচে ব্যাট করা অতটা সহজ নয়। মুস্তাফিজুরের বোলিংকেও কিন্তু কৃতিত্ব দিতেই হবে।’’
কী ভাবে এতটা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করলেন কার্তিক?
উত্তরে তিনি বলেছেন, ‘‘আমার লক্ষ্যটা খুবই সোজা ছিল। ক্রিজে নেমে প্রত্যেকটা বলই মারতে হতো। সেটাই করেছি। নেটেও আমি এ ধরনের অনুশীলন করে আসছি। এই সুযোগ তো বারবার আসবে না। সেটা কাজে লাগাতে পেরে অসাধারণ লাগছে।’’
টুর্নামেন্টের সেরা ওয়াশিংটন সুন্দর বলেছেন, ‘‘এই বয়সে এ রকম একটা পুরস্কার পাওয়া বিশাল ব্যাপার। আমার পরিবারকে এ জন্য ধন্যবাদ দেব।’’ পাওয়ার-প্লে-তে নিজের বোলিং নিয়ে ১৮ বছর বয়সি এই অফস্পিনার বলেছেন, ‘‘আমি সবসময় ব্যাটসম্যানদের মনোভাব বুঝে বল করতে চেয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy