Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Rahmanullah Gurbaz

বিশ্বকাপে রানের তালিকায় শীর্ষে কেকেআরের ব্যাটার, কী বার্তা পাঠাল নাইট রাইডার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের তালিকায় সবার উপরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রহমানুল্লা গুরবাজ়। তাঁকে বার্তা পাঠাল নাইট রাইডার্স। কী লেখা তাতে?

cricket

রহমানুল্লা গুরবাজ়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৯:০৩
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা চলছে। যে কয়েকটি খেলা হয়েছে তাতে রানের তালিকায় সবার উপরে রয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লা গুরবাজ়। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। দলের ক্রিকেটারকে বার্তা পাঠাল নাইট রাইডার্স। কী লেখা তাতে?

নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কেকেআর লিখেছে, “শুভ সকাল, জানি (এই নামেই গুরবাজ়কে ডাকেন কেকেআরের সতীর্থেরা)।”

সঙ্গে এখনও পর্যন্ত রানের একটি তালিকায় দেওয়া হয়েছে। সেখানে সবার উপরে গুরবাজ়। দু’টি ম্যাচ খেলে তাঁর রান ১৫৬। দ্বিতীয় স্থানে আমেরিকার অ্যারন জোনস (১৩০)। তিন নম্বরে গুরবাজ়ের দেশের ইব্রাহিম জ়াদরান (১১৪)। চার নম্বরে কানাডার নিকোলাস কির্টন (১০০)। পাঁচ নম্বরে আমেরিকার আন্দ্রিস গৌস (১০০)।

বিশ্বকাপের প্রথম ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ৪৫ বলে ৭৬ রান করেছিলেন গুরবাজ়। পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৮০ রান করেছেন তিনি। চলতি বিশ্বকাপে যেখানে ব্যাটারদের খেলতে সমস্যা হচ্ছে সেখানে গায়ানার মাঠে অবলীলায় চার-ছক্কা মারছেন গুরবাজ়। প্রথম দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়েছে আফগানিস্তান।

এ বারের আইপিএলে কেকেআরের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন গুরবাজ়। ফিল সল্ট ভাল খেলায় গ্রুপের ১৪টি ম্যাচে খেলতে পারেননি তিনি। সল্ট দেশে ফিরে যাওয়ায় প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল খেলেন গুরবাজ়। দু’টি ম্যাচে ৬২ রান করেন তিনি। উইকেটের পিছনেও ভাল দেখিয়েছিল আফগানিস্তানের এই ক্রিকেটারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE