ম্যাচ জিতে অ্যারন জোনসকে (ডান দিকে) জড়িয়ে ধরেছেন কোরি অ্যান্ডারসন। ছবি: এক্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির গড়েছেন কোরি অ্যান্ডারসন। দু’টি আলাদা দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। পঞ্চম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন তিনি। তাঁর আগে আরও চার জন ক্রিকেটারের এই কীর্তি রয়েছে।
আগে নিউ জ়িল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন অ্যান্ডারসন। এ বারের বিশ্বকাপে তিনি খেলছেন আমেরিকার হয়ে। তালিকায় বাকি চার ক্রিকেটার হলে রুলফ ভ্যান ডার মারওয়া, ডার্ক ন্যানেস, মার্ক চ্যাপম্যান ও ডেভিড উইজ়া। ভ্যান ডার মারওয়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস, ন্যানেস অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস, চ্যাপম্যান হংকং ও নিউ জ়িল্যান্ড এবং উইজ়া দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলতে নেমেছিল আয়োজক দেশ আমেরিকা। প্রতিপক্ষ কানাডা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা। নবনীত ধালিওয়াল ৬১ ও নিকোলাস কির্টন ৫১ রান করেন। ৩ ওভার বল করে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন অ্যান্ডারসন।
জবাবে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় আমেরিকা। আন্দ্রিজ় গৌস ৬৫ ও অ্যারন জোনস ৯৪ রান করেন। ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy