Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
T20 World Cup 2024

সুপার ৮-এ আফগানিস্তান, রশিদদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে, ছিটকে গেল নিউ জ়িল্যান্ড

পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে সুপার ৮ পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেললেন রশিদ খানেরা।

Kane Williamson and Rashid Khan

কেন উইলিয়ামসনের সঙ্গে রশিদ খান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ০৯:৪০
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল নিউ জ়িল্যান্ড। শুক্রবার আফগানিস্তান জেতার সঙ্গে সঙ্গেই বিদায় হয়ে গেল কিউইদের। পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে সুপার ৮ পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেললেন রশিদ খানেরা।

সুপার ৮-এ ভারতের গ্রুপে থাকবে আফগানিস্তান। এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে ২০ জুন। অর্থাৎ ভারতের গ্রুপের তিনটি দল নিশ্চিত হয়ে গেল। আগেই ভারত এবং অস্ট্রেলিয়া জায়গা পাকা করে নিয়েছিল। এ বার আফগানিস্তানও ঢুকে পড়ল ওই গ্রুপে। বাকি রইল একটি দল। গ্রুপ ডি থেকে কোন দল এই গ্রুপে জায়গা পায় সে দিকে নজর রয়েছে। তবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে হারিয়ে দেওয়ায় কিছুটা ভাল জায়গায় বাংলাদেশ। ভারতের গ্রুপে জায়গা করে নিতে পারে তারা।

গ্রুপ সি থেকে আফগানিস্তান ছাড়াও যোগ্যতা অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ়। ওই গ্রুপ থেকে নিউ জ়িল্যান্ড ছাড়াও ছিটকে গিয়েছে উগান্ডা এবং পাপুয়া নিউ গিনি। যদিও কিউইদের এখনও দু’টি ম্যাচ বাকি। উগান্ডা এবং পাপুয়া নিউ গিনির বাকি একটি করে ম্যাচ। সেই সব ম্যাচ জিতলেও সুপার ৮-এ জায়গা করে নেওয়া সম্ভব হবে না এই তিন দলের পক্ষে।

ম্যাচে প্রথমে ব্যাট করে পাপুয়া নিউ গিনি তোলে ৯৫ রান। পেসার ফজলহক ফারুকি নেন ৩ উইকেট। নবীন উল হক নেন ২ উইকেট। একটি উইকেট নেন নুর আহমেদ। চারটি রান আউট হয়। আফগানিস্তান ২৫ রান দেয় ওয়াইড এবং নো বল করে। সেটা না হলে আরও কম রানে শেষ হয়ে যেত পাপুয়া নিউ গিনি।

ব্যাট করতে নেমে গুলবাদিন নঈবের দাপটে ২৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে জয়ের রান তুলে ফেলে তারা। ৩৬ বলে ৪৯ রান করেন গুলবাদিন।

Point Table

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড উড়িয়ে দেয় ওমানকে। মাত্র ৪৭ রানে শেষ হয়ে যায় ওমানের ইনিংস। দুই দল মিলিয়েও ২০ ওভার খেলা হয়নি। ওমানের ইনিংস শেষ হয়ে যায় ১৩.২ ওভারে। আর ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৩.১ ওভারে ৫০ রান তুলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2024 Afghanistan Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE