Advertisement
০৫ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: পাকিস্তানকে পাঁচ গোল দিয়ে টি২০ বিশ্বকাপে রবিবার মুখোমুখি হচ্ছে বিরাট কোহলীর ভারত

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই একে বারেই একপেশে। মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। সব ম্যাচেই জিতেছে ভারত। দু’বার ম্যাচের সেরা কোহলী।

রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ০৯:০২
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই একেবারেই একপেশে। মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। সব ম্যাচেই জিতেছে ভারত।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’ বার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। প্রথমে গ্রুপ পর্বের ম্যাচ টাই হয়ে যায়। ভারত শেষ পর্যন্ত বোল আউটে জেতে। ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তোলে। রবিন উথাপ্পা ৩৯ বলে ৫০ রান করেন। পাকিস্তানের মহম্মদ আসিফ ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে। মিসবা উল হক ৩৫ বলে ৫৩ রান করেন। ইরফান পাঠান ২০ রানে ২ উইকেট নেন। বোল আউটে জেতে ভারত। ম্যাচের সের হন আসিফ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সেই বছর ফাইনালেও মুখোমুখি হয় দুই দল। ভারত প্রথমে ৫ উইকেটে ১৫৭ রান তোলে। গৌতম গম্ভীর ৫৪ বলে ৭৫ রান করেন। উমর গুল ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। পাকিস্তান ১৯.৩ ওভারে ১৫২ রানে শেষ হয়ে যায়। মিসবা ৩৮ বলে ৪৩ রান করেন। ইরফান পাঠান মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০১২ সালে গ্রুপ পর্বে ভারত জেতে ৮ উইকেটে। প্রথমে পাকিস্তান ১৯.৪ ওভারে ১২৮ রান করে। শোয়েব মালিক ২২ বলে ২৮ রান করেন। লক্ষ্মীপতি বালাজি ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে তিন ওভার বাকি থাকতে ভারত ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলী ৬১ বলে ৭৮ রান করে ম্যাচের সেরা হন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০১৪ সালেও গ্রুপ পর্বে মুখোমুখি হয় দুই দল। পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করে। উমর আকমল ৩০ বলে ৩৩ রান করে। অমিত মিশ্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন। ভারত ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায়। কোহলী ৩২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০১৬ সালে সুপার ১০ পর্বে ভারত ৬ উইকেটে জয়ী হয়। বৃষ্টির জন্য ১৮ ওভারের খেলা হয়। পাকিস্তান ৫ উইকেটে ১১৮ রান তোলে। শোয়েব মালিক ১৬ বলে ২৬ রান করে। আশিস নেহরা ও রবীন্দ্র জাডেজা দু’জনেই ২০ রান দিয়ে ১ উইকেট নেন। ভারত ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১১৯ রান তুলে জিতে যায়। কোহলী ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের মহম্মদ সামি ১৭ রানে ২ উইকেট নেন। ম্যাচের সেরা হন কোহলী।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Team India pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE