Advertisement
০৬ নভেম্বর ২০২৪
T natarajan

উমেশের পরিবর্তে টেস্ট দলে বাঁ হাতি নটরাজন

মেলবোর্ন টেস্টের আগে মহম্মদ শামির পরিবর্তে দলে যোগ দেন শার্দূল ঠাকুর।

সুযোগ: সাদা বলে নজর কেড়ে লাল বলের দলে নটরাজন। ফাইল চিত্র

সুযোগ: সাদা বলে নজর কেড়ে লাল বলের দলে নটরাজন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন 
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৬:৫০
Share: Save:

ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে টি নটরাজনের। টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে নজর কাড়ার পুরস্কার পাচ্ছেন তিনি। চোট পেয়ে অস্ট্রেলিয়ায় শেষ দু’টি টেস্ট থেকে উমেশ যাদব ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে দলে এলেন বাঁ হাতি মিডিয়াম পেসার নটরাজন। সিডনিতে তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মেলবোর্ন টেস্টের আগে মহম্মদ শামির পরিবর্তে দলে যোগ দেন শার্দূল ঠাকুর। এ বার নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়া নটরাজনকে নিয়ে আসা হল দলে। ভারতীয় বোর্ডের বিবৃতিতে সচিব জয় শাহ বলেছেন, ‘‘বাঁ-পায়ের পেশিতে চোট পেয়েছে উমেশ। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনই চোট পায় ও। শেষ দুই টেস্টে খেলার মতো সুস্থ হতে পারবে না। তাই সিরিজ থেকে ছিটকে যাওয়া উমেশের পরিবর্তে নটরাজনকে বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকেরা। গত টেস্ট থেকে দলে রয়েছে শার্দূল ঠাকুরও। মহম্মদ শামির পরিবর্ত হিসেবে।’’

আইপিএল থেকে উঠে এলেও তামিলনাড়ুর হয়ে ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ইয়র্কার বিশেষজ্ঞ নটরাজনের। অন্য দিকে, মেলবোর্নে সফল ভারতের আর এক নতুন পেসার সিরাজকে নিয়ে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার টম মুডি। শুক্রবার এক ক্রিকেট ওয়েবসাইটকে মুডি বলেছেন, ‘‘সিরাজ আমাকে মুগ্ধ করেছে। ভারতীয় ক্রিকেটের আরও এক নতুন প্রতিভার উত্থানের কাহিনি সত্যিই অনেককে অনুপ্রাণিত করবে। অনেক লড়াই করে উঠে এসেছে সিরাজ।’’ টেস্ট ক্রিকেটে সিরাজ যে সাবলীল তা লক্ষ্য করেছেন মুডি। তাঁর কথায়, ‘‘টেস্ট ক্রিকেটে শুরুতেই দারুণ ভাবে মানিয়ে নিয়েছে সিরাজ। বল হাতেও যখন ছুটে আসছে, চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। ফিল্ডিংয়েও নিজেকে উজাড় করে দিচ্ছে। প্রত্যেকটি রান বাঁচানোর চেষ্টা করেছে ও। যে কোনও কোচ অথবা অধিনায়ক এটাই দেখতে চায়।’’

আরও পড়ুন: নতুন বছরেই নেটে রোহিত, প্রস্তুতি শুরু তৃতীয় টেস্টের

আরও পড়ুন: ভক্তের দাবি, রোহিত-ঋষভদের রেস্তোঁরার বিল মিটিয়েছেন তিনি

মুডি আরও বলেছেন, ‘‘সিরাজ বল করার সময় মনে হচ্ছিল যেন প্রত্যেকটি বল কোথায় ফেলবে, তা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। কোন জায়গায় বল ফেললে ব্যাটসম্যানেরা সমস্যায় পড়তে পারে তা বুঝতে পারছে সিরাজ।’’

অন্য বিষয়গুলি:

T natarajan India Umesh yadav cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE