চোটের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না সুশীল সিংহ। ৭-১২ সেপ্টেম্বর লাস ভেগাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে। কিন্তু দু’বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর এত তাড়াতাড়ি চোট সারিয়ে সুস্থ হবেন না বলেই জানিয়েছেন। ‘‘ডান কাঁধে গুরুতর চোট রয়েছে। স্বভাবতই রিও অলিম্পিকের জন্য প্রথম যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে আমি অংশ নিতে পারছি না,’’ বলেছেন সুশীল। চিকিৎসকদের পরামর্শ মেনে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। তবে চোট কত দিনে সারবে সেটাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরও আরও ছ’টি অলিম্পিকে যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্ট হাতে থাকবে সুশীলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy