সুশীল কুমার। ফাইল ছবি
দুটি কমিটি গঠন করেও দিল্লি পুলিশ খুঁজে পাচ্ছে না সুশীল কুমারকে। এখনও ফেরার দু’বারের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির। বাধ্য হয়ে তাঁর নিকটাত্মীয়দের জেরা করছে পুলিশ। সম্প্রতি যেমন জেরা করা হয়েছে তাঁর শ্বশুর তথা প্রাক্তন খেলোয়াড় সতপাল সিংহকে। ঘটনাচক্রে, সতপাল সুশীলের গুরু।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি গুরিকবাল সিংহ সিধু বলেছেন, “আমরা মডেল টাউন থানায় সতপাল এবং সুশীলের শ্যালককে জেরা করেছি। সুশীল এবং তাঁর সহযোগীদের খুঁজতে তদন্ত জোরদার করা হচ্ছে।” প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করা হয় ১৯৮২-র এশিয়ান গেমসে সোনাজয়ী সতপালকে। ইতিমধ্যে একটি ভিডিয়ো ফুটেজ থেকে সরাসরি সুশীলকে ঘটনায় যুক্ত থাকতে দেখেছে পুলিশ।
সম্প্রতি বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন সুশীল। প্রথমে আর এক কুস্তিগির যোগেশ্বর দত্তের সঙ্গে তাঁর ঝামেলা হয়। পরে ২০১৬ অলিম্পিক্সে নরসিংহ যাদবকে মাদক খাইয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতীয় ট্রায়ালে সুশীল সহযোগীরা এক প্রতিদ্বন্দ্বীকে মারধোর করেন বছর দুয়েক আগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy