অলিম্পিক্স করতে পারবে জাপান? ফাইল ছবি
করোনার প্রকোপ আটকানো যাচ্ছে না জাপানে। বিভিন্ন রাজ্যে আপৎকালীন অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে। তবু সরকারি অলিম্পিক্স আয়োজনের ব্যাপারে আশাবাদী। মাত্র কয়েকমাস দূরে থাকলেও সফল অলিম্পিক্স আয়োজনের প্রতিজ্ঞাবদ্ধ তারা।
জাপানে এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউ চলছে। টোকিয়ো এবং ওসাকার মতো জায়গা এখনও সংক্রমণ বাগ মানেনি। বাধ্য হয়ে আপৎকালীন অবস্থার মেয়াদ বাড়িয়ে ১১ মে থেকে ৩১ মে করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা জানিয়েছেন, অলিম্পিক্স আয়োজনে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।
সংবাদমাধ্যমকে সুগা বলেছেন, “সংক্রমণ যাতে কমে তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছি আমরা। এখনও বিশ্বাস করি নিরাপদে অলিম্পিক্স আয়োজন করা সম্ভব।” সুগা যতই বলুন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অতিমারির মাঝে বেশিরভাগ জাপানিই বিরাট অর্থ খরচ করে অলিম্পিক্স আয়োজনকে ভাল চোখে দেখছেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy