Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Cristiano Ronaldo

চুক্তি নিয়ে কথা বলেনি আল নাসের, ইউরোপে ফিরতে চান রোনাল্ডো, কোন ক্লাবে খেলবেন?

নিজের ফুটবলজীবনের স্বার্থে ইউরোপে ফিরতে চান রোনাল্ডো। তাঁর প্রথম পছন্দ ইপিএল। তবে রোনাল্ডোর বিপুল আর্থিক চাহিদার কথা জেনে পিছিয়ে গিয়েছে ইউরোপের প্রথম সারির একাধিক ক্লাব।

picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১১:৩০
Share: Save:

আল নাসের ছেড়ে আবার ইউরোপের ক্লাব ফুটবলে ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৫ সালে সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে পর্তুগিজ স্ট্রাইকারের। চলতি মরসুমে ১৯ ম্যাচে ১৯ গোল করলেও নতুন চুক্তি নিয়ে রোনাল্ডোর সঙ্গে কথা বলেননি আল নাসের কর্তৃপক্ষ।

সৌদি আরবে সম্ভবত আর খেলতে চান না রোনাল্ডো নিজেও। সেরা ফর্মে না থাকলেও রোনাল্ডোর চোখ ইউরোপের ফুটবলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের প্রাক্তন ফুটবলারের পছন্দের শীর্ষে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইউরোপের একাধিক ক্লাবও রোনাল্ডোকে পেতে আগ্রহী। তালিকায় রয়েছে লিয়োনেল মেসি, নেমার জুনিয়র, কিলিয়ন এমবাপের প্রাক্তন ক্লাব প্যারিস সঁ জঁরমও। যদিও আল নাসেরের মতো বিপুল অর্থ রোনাল্ডোকে তারা দিতে নারাজ। রোনল্ডো দর কমাতে রাজি হলে পিএসজি কর্তৃপক্ষ কথা এগোতে পারেন। না হলে তাঁরা আর এগোবেন না। রোনাল্ডোকে পেতে আগ্রহী ছিল চেলসি, বেয়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবও। শুরু হয়েছিল প্রাথমিক কথা বার্তাও। কিন্তু সিআর সেভেনের বিশাল আর্থিক চাহিদা শুনে সকলেই হতাশ। তা হলে আগামী মরসুমে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে রোনাল্ডোকে? স্পেনের সংবাদমাধ্যমের দাবি, বেয়ার্ন এবং অ্যাটলেটিকো কর্তৃপক্ষ আগ্রহ হারালেও চেলসি কর্তৃপক্ষ এখনও হাল ছাড়েননি। তাঁরা রোনাল্ডোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। সূত্রের খবর ইপিএলের একাধিক ক্লাবের সঙ্গে কথা বলছেন রোনাল্ডোর এজেন্ট। তবে পছন্দের তালিকায় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা ম্যাঞ্চেস্টার সিটি।

রোনাল্ডো নিজে অবশ্য আল নাসের ছাড়ার কথা কখনও প্রকাশ্যে বলেননি। কিছু দিন আগে তিনি বলেছিলেন, ‘‘আমি খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন জীবন শুরু করেছি। এখানকার জীবন, ফুটবল সব কিছুই সুন্দর। ব্যক্তিগত এবং দলগত ভাবে আমরা এখনও উন্নতি করছি এবং লিগের জন্য লড়াই করছি।’’ সৌদি প্রো লিগের মান নিয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। তিনি বলেন, ‘‘আল হিলাল, আল ইত্তেহাদের মতো দলগুলোর সঙ্গে লড়াই করা অত্যন্ত কঠিন। আমরাও হাল ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। ফুটবলে কখনও ভাল সময় আসে, আবার কখনও খারাপ সময় আসে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পেশদারি মানসিকতা নিয়ে লড়াই চালিয়ে যাওয়া। ক্লাব এবং চুক্তির সম্মান রক্ষা করাই একজন ফুটবলারের লক্ষ্য হওয়া উচিত। চ্যালেঞ্জ জেতার আত্মবিশ্বাস থাকা জরুরি। আমরা সবাই আল নাসেরকে ট্রফি দিতে মরিয়া।’’

আল নাসেরের অভিজ্ঞতা নিয়ে রোনাল্ডো সন্তোষ প্রকাশ করলেও নিজের ফুটবলজীবনের স্বার্থেই তিনি আবার ইউরোপে ফিরতে চান। খেলতে চান ইপিএলে। তাঁর মতে, ইপিএলই বিশ্বের কঠিনতম ফুটবল লিগ। কিন্তু বিপুল খরচ করে তাঁকে কি শেষ পর্যন্ত দলে টানতে পারবে ইংল্যান্ডের কোনও ক্লাব? পর্তুগালের অধিনায়কের ক্লাব ফুটবলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই।

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo EPL Chelsea FC Al Nassr
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy