সুনীল গাওস্কর। —ফাইল চিত্র
জুলাই মাস যেন ভারতীয় দলের অধিনায়কদের জন্ম দেয়। মহেন্দ্র সিংহ ধোনি (৭ জুলাই), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৮ জুলাই) পর শনিবার সুনীল গাওস্করের জন্মদিন। ৭২ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁকে ভিডিয়ো বার্তায় শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।
টেস্টে ৩৪টি শতরান করে শীর্ষে থাকা গাওস্কারের মাইলস্টোন প্রায় দুই দশক পর ভেঙে দিয়েছিলেন সচিন। ভিডিয়োর শুরুতে মরাঠি ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, “৭২ বছরের জন্মদিনের শুভেচ্ছা স্যর।”
একটি ঘটনার কথা উল্লেখ করেন সচিন। ১৯৯০ সালে লর্ডসের মাঠে খেলতে গিয়ে লাইনের বাইরে থাকা বলে ব্যাট ছুঁইয়ে ছিলেন সচিন। গাওস্কর তাঁকে বলেন, “বাইরের বল কেন খেলছ? শরীরে যে বল আসছে সেটা খেল।” মনে রেখে দিয়েছেন সচিন। ক্রিকেট জীবন শেষ করেছেন, তবু আজও মনে রেখে দিয়েছেন গাওস্করের সেই উপদেশ।
বিসিসিআই টুইট করে লেখে, ‘১৯৮৩ সালে বিশ্বকাপ জয়। ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ। ১৩,২১৪ আন্তর্জাতিক রান। টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান। সুনীল গাওস্কর, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং অসাধারণ এক ব্যাটসম্যানকে জন্মদিনের শুভেচ্ছা।’
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, ধারাভাষ্যকার হিসেবে এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাঁর বিশ্লেষণ শোনার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা। ১২৫টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ১০,১২২ রান। হেলমেট ছাড়া তাঁর ক্যারিবিয়ান বোলারদের শাসন করার কাহিনি এখনও শক্তি হয়ে ওঠে কত ক্রিকেটারের।
1983 World Cup-winner 🏆
— BCCI (@BCCI) July 10, 2021
233 international games 👌
13,214 international runs 💪
First batsman to register 10,000 runs in Tests 🔝
Here's wishing Sunil Gavaskar - former #TeamIndia captain & one of the finest batsmen to have ever graced the game - a very happy birthday. 🎂 👏 pic.twitter.com/8tQeMlCbSn
ভিভিএস লক্ষ্মণ টুইট করে লেখেন, ‘আমার ছোটবেলার হিরো, অনুপ্রেরণাকে জন্মদিনের শুভেচ্ছা। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের নির্ভীক ভাবে সামলে ছোটদের মধ্যে সাহস ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। দারুণ কাটুক আগামী দিন।’
বীরেন্দ্র সহবাগ লেখেন, ‘চল ফোট। যে বোলাররা ওঁর উইকেট নিতে আসত তাদের এমনই বলতেন সুনীল গাওস্কর। শুভ জন্মদিন কিংবদন্তি।’ টুইট করেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহও। তিনি লেখেন, ‘৭২তম জন্মদিনের শুভেচ্ছা। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করেছিলেন তিনি। সাহসের সঙ্গে সেরা বোলারদের মোকাবিলা করেছিলেন। শুভ জন্মদিন।’
Many more happy returns of the day to my childhood hero and inspiration, Sunil Gavaskar.
— VVS Laxman (@VVSLaxman281) July 10, 2021
He instilled courage and belief in many young Indian batsmen to face the best bowlers in the world fearlessly. Have a great day and year ahead, Sunny Bhai ! pic.twitter.com/QqfWTHYR90
Chal Phut. This is what the great #SunilGavaskar said to bowlers trying their best to get him out.
— Virender Sehwag (@virendersehwag) July 10, 2021
Happy Birthday to the legend, Sunny Bhai. Aise hi fodte rahiye :) pic.twitter.com/6H54N9wunF
Happy 72nd birthday to the batting legend of Indian Cricket and the 1st ever batsman to score 10,000 Test runs. The sheer courage you showed while facing the fierest bowlers will always remain unmatched.Wish you a great health and prosperity Shri #SunilGavaskar pic.twitter.com/rfqIoxnvjg
— Jay Shah (@JayShah) July 10, 2021
Guts 💪
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 10, 2021
Glory 🌟
Gavaskar 🏏
Super Birthday to the legend who showed the world how to face the fastest of the fast bowlers! 💪#SuperBirthday #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/REE7mPucBZ
✅ First man to cross 10000 runs in Tests
— Mumbai Indians (@mipaltan) July 10, 2021
✅ First man to hit 30 centuries in Tests
✅ 1983 World Cup winner
Happy Birthday to India's 'लिटिल मास्टर', Sunil Gavaskar 🎂#OneFamily #MumbaiIndians @ICC pic.twitter.com/mQbRhSz4Ge
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy