গত এক সপ্তাহ ধরে মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল সুব্রত পালের ফুটবলভবিষ্যৎ। অবশেষে স্বস্তি।
বুধবার কটকের বারবাটি স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মাঠে ফিরলেন ‘স্পাইডারম্যান’। অধিনায়কত্ব করলেন। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অবিশ্বাস্য কয়েকটি গোল বাঁচিয়ে ডিএসকে শিবাজিয়ান্স এফসি-র ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলার আশাও জাগিয়ে রাখলেন।
ম্যাচের শেষে সুব্রতকে দেখেই বোঝা যাচ্ছিল, এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলেন। মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে খেলাননি কোচ ডেভ রজার্স। ম্যাচ শেষ হওয়ার পরে প্রায়ান্ধকার মাঠে একা একা একাই অনুশীলন করছিলেন। আর ছটফট করছিলেন মাঠে ফেরার জন্য। ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচেই স্বপ্নপূরণ। সুব্রত বলছিলেন, ‘‘খেলাটাই তো আমার কাজ। মাঠের বাইরে বসে থাকার চেয়ে যন্ত্রণার কিছু হয় না। এখন অনেক হাল্কা লাগছে।’’
ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকের আদর্শ জানলুইজি বুফন। প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পরে সুব্রত বললেন, ‘‘বুফন-ই আমার প্রেরণা। সর্বোচ্চ পর্যায়ে যে ভাবে ও খেলে চলেছে, তা অবিশ্বাস্য।’’
এ দিন বারবাটি স্টেডিয়ামের বাইরে পা রাখতেই সুব্রতকে ঘিরে ধরে খুদে ভক্তরা। কটক সাইয়ের এক ছাত্রের আবদারে তার জার্সিতেই সই করলেন তিনি। জানালেন, ফেডারেশন কাপ-ই এখন তাঁর পাখির চোখ। বললেন, ‘‘আমাদের লক্ষ্য এখন সেমিফাইনালে ওঠা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy