ধ্যানচাঁদের ১১১ তম জন্মবার্ষিকী
১৯২৮, ১৯৩২, ১৯৩৬— পর পর তিন অলিম্পিকে ভারত সোনা জেতে। ভারতের যেন স্বর্ণযুগ সে সময়! তার একমাত্র কারিগর ছিলেন ‘হকির জাদুকর’ ধ্যানচাঁদ। আজ তাঁর ১১১ তম জন্মবার্ষিকী। তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটে স্মরণে ‘জাতীয় ক্রীড়া দিবস’ হিসাবে পালন করা হচ্ছে দেশজুড়ে। কিন্তু, তাঁর মৃত্যুর ৩৭ বছর পরেও ধ্যানচাঁদের আক্ষেপ আজও পূরণ করতে পারিনি আমরা। ধ্যানচাঁদ একসময় দুঃখ করে বলেছিলেন, ভাই রূপ সিংহ এবং তাঁর নামে বার্লিনে রাস্তা রয়েছে, কিন্তু এ দেশে সে ভাবে তাঁরা গুরুত্ব পাননি। এক নজরে দেখে নেওয়া যাক ধ্যানচাঁদকে নিয়ে কিছু জানা-অজানা তথ্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy