মোহনবাগানকে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের পাঁচ গোল দেওয়ার সেই দিন শ্যাম থাপা করেছিলেন দু’গোল। লাল-হলুদের দুই আর চার নম্বর গোল দু’টো। সেই শ্যাম থাপাকে এ বছর ইস্টবেঙ্গল দিবসে রমেশ সেন মেমোরিয়াল ট্রফি দিচ্ছে ক্লাব।
সাতাত্তরে ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল একটিও পয়েন্ট নষ্ট না করে। সেই দলের অধিনায়ক, লাল-হলুদ ডিফেন্ডার শ্যামল ঘোষ এ বার পয়লা অগস্টের অনুষ্ঠানে পাচ্ছেন ব্যোমকেশ বোস মেমোরিয়াল ট্রফি।
ক্লাবের দুই মহাতারকা ফুটবলারকে জীবনকৃতি দিয়ে সম্মানিত করাই নয়, আগামী সোমবার ইস্টবেঙ্গল দিবসে তাঁদের হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কারও। আর লাল-হলুদের এ বারের ‘ভারত গৌরব’ মিলখা সিংহকে দেওয়া হবে দুই লাখ টাকা। পারফরম্যান্সের ভিত্তিতে গত মরসুমে তাদের সেরা ফুটবলার ইস্টবেঙ্গল বেছেছে ডু ডং-কে। তিনি ওই দিন পাবেন পঞ্চাশ হাজার টাকা আর্থিক পুরস্কার। লাল-হলুদ মনোনীত ময়দানের সেরা রেফারি হিসেবে পুরস্কৃত হচ্ছেন মৃণাংশু ভট্টাচার্য এবং অনামিকা সেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অনেক হেভিওয়েট ব্যক্তিত্ব পয়লা অগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু চুনী গোস্বামী বা সুব্রত ভট্টাচার্যের মতো মোহনবাগানের ঘরের ছেলেদের কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। যদিও সুব্রত এক সময়ে ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন। কেন এ রকম সিদ্ধান্ত? উত্তরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেন, ‘‘গত বার আমাদের এই অনুষ্ঠানে এসে চুনী গোস্বামীর করা কিছু মন্তব্য নিয়ে পরে যে বিতর্ক হয়েছিল আমরা চাই না ফের সে রকম কিছু ঘটুক।’’
এ দিকে এ দিন প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল আট গোলে হারাল বনগাঁ একাদশকে। মুম্বই এফসি থেকে আসা নিখিল পূজারি একাই চার গোল করে কোচ ট্রেভর মর্গ্যানের নজর কাড়েন। তবে এই ম্যাচে আদিলেজাকে যে দেখে নেওয়ার কথা ছিল কোচের, তিনি ভাল খেলতে পারেননি। শিলিগুড়িতে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে খুব ভাল করতে না পারলে লাল-হলুদ জার্সি পরা হয়তো হবে না আদিলেজার। সূত্রের খবর, বিকল্প বিদেশি হিসেবে ইতিমধ্যে আর এক নাইজিরিয়ান ড্যানিয়েল বিদেমির সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy