জঙ্গি হানায় নিহত সেনাদের পরিবারের পাশে থাকার আবেদন করলেন ধওয়ন। ছবি টুইটারের সৌজন্যে।
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন ভারতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার শিখর ধওয়ন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় তিনি এই অঙ্গীকার করেছেন।
ধওয়ন জানিয়েছেন যে তিনি নিহত সেনাদের পরিবারকে অর্থসাহায্য করবেন। ভিডিয়ো বার্তায় এই উদ্দেশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দাঁড়িয়ে ধওয়ন শুধু অর্থ সাহায্যই নয়, সম্ভবপর সমস্ত ভাবেই নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর সড়কপথে ভারতীয় সেনার কনভয়ে একটি বিস্ফোরক ভর্তি স্করপিয়ো নিয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার। এই জঙ্গি হানার তীব্র নিন্দা করে ভারতীয় ক্রীড়ামহল। টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি, প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘ইন্ডিয়ান স্পোর্টস অনার্স’ অনুষ্ঠান বাতিল করেন কোহালি। এই ঘটনার প্রতিবাদে ভারতে পাকিস্তান লিগের সম্প্রচার বন্ধ করেছে ডি স্পোর্ট। মোহালি থেকে সরানো হয়েছে ১৫জন পাক ক্রিকেটারের ছবি। সিসিআই-এ ঢেকে দেওয়া হয়েছে ইমরান খানের ছবি।
ভারতে জঙ্গি সন্ত্রাস নিয়ে কুইজ
আরও পড়ুন: মোহালি থেকে সরানো হল ১৫ পাক ক্রিকেটারের ছবি
আরও পড়ুন: সন্তানদের দায়িত্ব নিতে চান সহবাগ
This is the least we can do. Jis se jitna ban pade utna zaroor karein. Jai Hind🙏#standwithforces #pulwama pic.twitter.com/HvzzXi8ERb
— Shikhar Dhawan (@SDhawan25) February 17, 2019
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত সেনাদের সন্তানদের দায়িত্ব নিতে চেয়েছেন বীরেন্দ্র সহবাগ। ইরানি কাপ জয়ী বিদর্ভও তাদের পুরস্কারমূল্য দান করেছে নিহত সেনাদের পরিবারকে। এ বার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন আর এক ক্রিকেটার শিখর ধওয়ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের ভারতীয় দলে রয়েছেন তিনি।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy