পর পর কয়েকটি ঘটনা বদলে দিয়েছে বাংলাদেশকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন। গণঅভ্যুত্থান। শেখ হাসিনার ‘পদত্যাগ’ এবং আওয়ামী লীগ সরকারের পতন। জুলাই থেকেই বাংলাদেশে ঘটনার ঘনঘটা। ৫ অগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ৭২ ঘণ্টার মধ্যেই দেশের দায়িত্ব নেন অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ। ১৭ নভেম্বর বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ১০০ দিনে পা রাখে। এই তিন মাসে কী পেল বাংলাদেশ?
বাংলাদেশের সংবিধানের ১২৩-এর ৩ ধারায় বলা আছে, তত্ত্বাবধায়ক সরকারকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। ইউনূসের সরকার তা করতে ব্যর্থ। কবে হবে নির্বাচন? এখনও কোনও নির্দিষ্ট দিনের কথা বলতে পারেননি ডঃ মুহাম্মদ ইউনূস। ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হতে লাগতে পারে আরও এক বছর। সে ক্ষেত্রে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা ২০২৬ সালে। ঘটনাচক্রে ওই বছরই আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচনী সংস্কারে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে ইউনূস সরকার। সম্ভবত প্রথম বারের জন্য প্রবাসী বাঙালিরা ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাবেন।
ভাল নেই সংখ্যালঘুরা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ভারত তো বটেই গোটা বিশ্বের কাছেও চিন্তার। আদিবাসীদের উপর হামলায় উত্তপ্ত হয় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। ৪ আদিবাসীর খুনের ঘটনায় নতুন করে ছড়ায় হিংসার আগুন। প্রতিবেশী দেশে আক্রান্ত সংবাদমাধ্যমও। ভারতীয় একটি সমীক্ষায় (রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস) উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের হেনস্থার ছবি। এখনও পর্যন্ত বাংলাদেশে ৩৫৪ জন সাংবাদিককে হেনস্থার ঘটনা ঘটেছে। ১১৩ জন সাংবাদিকের বিরুদ্ধে চলছে অপরাধমূলক ধারায় মামলা। বাতিল করা হয়েছে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড।
বাংলাদেশে কম করে ২ লক্ষ মানুষের উপর তদন্ত চলছে। মামলা হয়েছে অন্তত দেড় হাজার। এই সময়েই সরিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতিকে। ইউনূসের দাবি, রাষ্ট্র মেরামতির কাজে আইনব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করাও একটি গুরুত্বপূর্ণ কাজ।
সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ। কারচুপির মেয়র নির্বাচনেও সরকারের পক্ষে দাঁড়ান এই চিত্রপরিচালক। এখন যদিও নিজের অবস্থান থেকে সরে গিয়ে ফারুকী দাবি করছেন, তিনিও হাসিনা সরকারের স্বৈরাচারিতার শিকার। তাঁকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করতেই শুরু হয়েছে শোরগোল। অভিযোগ উঠছে স্বজনপোষণের। নব নিযুক্ত উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জামাত-ঘনিষ্ঠ বশিরউদ্দিনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। এ ছাড়াও ওয়াশিংটনের বাংলাদেশি দূতাবাসে প্রেস মিনিস্টার হিসাবে সাংবাদিক গোলাম মোর্তজার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। সমালোচকদের একাংশ বলছেন, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক-ই-আজম, সুপ্রদীপ চাকমা এবং ইউনূসের স্ত্রীয়ের ব্যক্তিগত চিকিৎসক বিধানরঞ্জন রায়ের মতো মানুষেরা স্রেফ ঘনিষ্ঠতার সূত্রেই সরকারি পদ পেয়েছেন।
অন্তর্বতী সরকার হজের ব্যয় কমিয়েছে। নতুন হজ প্যাকেজ, হজের খরচ এক লক্ষ টাকা কমিয়ে আনা হয়েছে। সরকারি টাকায় হজ হবে না, সিদ্ধান্ত ইউনূস সরকারের। বন্যা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার ৯ কোটি ডিম আমদানিতে ছাড়পত্র দিয়েছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে চাল আমদানিতেও। যা প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামিদিনে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকায় আসতে পারেন ২৭ জন রাষ্ট্রদূত, যা এক কথায় বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। যার কৃতিত্ব নিতে অনীহা নেই মুহাম্মদ ইউনূসের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy