বিরাট কোহলী। ফাইল ছবি
ভারতের জুনিয়র ক্রিকেটারদের নির্বাচন কমিটি নিয়োগ করা হল শুক্রবার। কমিটির চেয়ারম্যান করা হয়েছে শরথ শ্রীধরনকে, যিনি দক্ষিণাঞ্চলের প্রতিনিধি। পূর্বাঞ্চল থেকে নির্বাচন কমিটিতে সুযোগ পেয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু।
শরথ এবং রণদেব ছাড়াও এই কমিটিতে রয়েছেন কিশন মোহন (উত্তরাঞ্চল), পথিক পটেল (পশ্চিমাঞ্চল) এবং হরবিন্দর সিংহ সোধি (মধ্যাঞ্চল)। ভারতের জুনিয়র ক্রিকেটের বিভিন্ন বয়সভিত্তিক দল বেছে নেবেন তাঁরা। অর্থাৎ ভবিষ্যতের বিরাট কোহলী, রোহিত শর্মাদের তুলে আনার দায়িত্ব তাঁদের উপরেই বর্তাবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দলও বাছবেন তাঁরা।
তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন শরথ। ২৭টি শতরান-সহ ৮৭০০-র উপর রান রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে। ক্রিকেটজীবনে তাঁকে বরাবর জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য মনে করা হয়েছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের সেই তারকাখচিত দলে কোনও দিনই সুযোগ মেলেনি।
রণদেবও ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন। তিনি বাংলার হয়ে ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১৭টি উইকেট নিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy