Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

৪৯ বছরের চিরতরুণ ওয়ার্নের চতুর্মুখী যৌন-সংসর্গ, জেগে গেল পাড়া

লন্ডনের বাড়িতে এ বার ত্রিমুখী নয়, চতুর্মুখী যৌন-সংসর্গ করে ইংল্যান্ডের ট্যাবলয়েডের পাতায় ঝড় তুলেছেন ওয়ার্ন। যে খবরের শিরোনাম হয়েছে— ‘হর্নি ওয়ার্নি’।

রোমিয়ো: নারীসঙ্গের জন্য বিখ্যাত ওয়ার্ন। এই ছবি ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

রোমিয়ো: নারীসঙ্গের জন্য বিখ্যাত ওয়ার্ন। এই ছবি ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৪
Share: Save:

শতাব্দীর সেরা বল বেরিয়েছিল তাঁর হাত দিয়েই। আবার বর্ণময় ভাবমূর্তির জন্যও তিনি সমান জনপ্রিয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহিলামহলে। আর এটাই অস্ট্রেলিয়ার সেই কিংবদন্তি লেগ স্পিনার শেন কিথ ওয়ার্নের বৈশিষ্ট্য!

তেরো বছর আগে ইংল্যান্ডে দুই ব্রিটিশ মডেলের সঙ্গে তাঁর ত্রিমুখী যৌন-সংসর্গের ভিডিয়ো ঝড় তুলেছিল ইংল্যান্ডে। এ বার সেই ‘রেকর্ড’ও ভেঙে দিলেন ৪৯ বছরের এই চিরতরুণ প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার!

লন্ডনের বাড়িতে এ বার ত্রিমুখী নয়, চতুর্মুখী যৌন-সংসর্গ করে ইংল্যান্ডের ট্যাবলয়েডের পাতায় ঝড় তুলেছেন ওয়ার্ন। যে খবরের শিরোনাম হয়েছে— ‘হর্নি ওয়ার্নি’।

ক্রিকেটের পীঠস্থান লর্ডস থেকে ওয়ার্নের বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের। ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছে, সেই বাড়ির জানালা খোলা রেখেই বান্ধবী ও দুই যৌনকর্মীর সঙ্গে আদিম খেলায় মাতেন ওয়ার্ন। তাঁর এই বিশেষ ‘খেলার’ আওয়াজে নাকি জেগে গিয়েছিল গোটা পাড়াই। ট্যাবলয়েডের আরও দাবি, ওয়ার্নের বাড়িতে দুই যৌনকর্মীকে ভাড়া করে নিয়ে আসেন স্বয়ং তাঁর বান্ধবী।

ট্যাবলয়েডের প্রকাশিত খবর অনুযায়ী, এই দুই যৌনকর্মীর একজনের নাম দাভিনা। বাড়ি মল্ডোভিয়ায়। বয়স ১৯। তাঁর পরনে ছিল খাটো কালো পোশাক। অপরজনের নাম পপি। ২৭ বছরের এই যৌনকর্মীর বাড়ি পূর্ব ইউরোপে। তিনি পরেছিলেন খোলামেলা টি-শার্ট। এদের দু’জনকে নিয়েই ওয়ার্নের বান্ধবীকে দেখা যায় সেই বাড়িতে ঢুকতে। তাঁর পরনেও ছিল কালো ‘স্ট্রিং টপ’। তবে তাঁর নাম কী, সে ব্যাপারে কোনও আলোকপাত করা হয়নি। ওয়ার্নের বাড়িতে দু’ঘণ্টা সময় কাটানোর পরে সেই বান্ধবী নিজের বিলাসবহুল গাড়ি করে নামিয়ে দিয়ে আসেন ওই দুই যৌনকর্মীকে। পাড়ার প্রত্যক্ষদর্শী কয়েক জন ওই ট্যাবলয়েডে বলেন, ‘‘জানালা খোলা রেখেই তিন জন মহিলার সঙ্গে উদ্দাম যৌন-সংসর্গে মেতেছিলেন ওয়ার্ন। পাড়ার বাসিন্দাদের কে কী দেখতে বা শুনতে পাবেন, সে ব্যাপারে কোনও তোয়াক্কাই করেননি। জানালা খোলা থাকায় ঘরের ভিতরের সব শব্দই স্পষ্ট বাইরে আসছিল।’’ সঙ্গে যোগ করেন, ‘‘উত্তর-পশ্চিম লন্ডনে ওয়ার্নের প্রতিবেশীদের অনেকেই বিখ্যাত। কেউ কেউ পরিবার নিয়েও থাকেন। সকলেই প্রায় বুঝে গিয়েছিলেন ওয়ার্নের ঘরের ভিতরে কী চলছে। পাড়া প্রায় জেগে গিয়েছিল। সব চেয়ে বেশি শব্দ আসছিল পার্কিংয়ের দিকে থাকা বেডরুমের জানলা দিয়েই।’’

যাঁকে নিয়ে এত ঘটনার ঘনঘটা, সেই ওয়ার্ন যদিও বিষয়টি নিয়ে নির্লিপ্তই রয়েছন। বর্তমানে টিভি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ওয়ার্নকে পরের দিন সকালে দেখা যায়, খালি পায়ে হেঁটে এসে নিজের গাড়িতে উঠছেন। যে ছবিও ওই ট্যাবলয়েডে প্রকাশিত হয়েছে।

তবে মহিলাদের নিয়ে ওয়ার্নের এ রকম ঘটনার খবর এটাই প্রথম নয়। ১৯ বছর আগে ব্রিটিশ নার্স ডোনা রাইটকে অশ্লীল ফোন ও বার্তা পাঠিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। তার পরে ছোটবেলার বান্ধবী সিমোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। ব্রিটিশ মডেল লিজ হার্লির সঙ্গে প্রণয় পর্ব— শেন ওয়ার্ন সব সময়েই খবরের শিরোনামে থেকেছেন খেলা ছাড়ার পরেও।

অন্য বিষয়গুলি:

Shane Warne Sex Scandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy