সদ্যজাত কন্যার সঙ্গে শাহিদ আফ্রিদি। ছবি টুইটার থেকে নেওয়া।
ফের বাবা হলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের আগে চার কন্যা ছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় পঞ্চম কন্যার জন্মের কথা জানিয়েছেন তিনি।
সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে নিজের ছবি পোস্টও করেছেন আফ্রিদি। সঙ্গে লিখেছেন, “উপরওয়ালার আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়েছে আমার উপর। আগেই চার অসাধারণ কন্যার বাবা ছিলাম। এ বার পঞ্চম বার কন্যার বাবা হলাম। শুভানুধ্যায়ীদের সঙ্গে এই খবর তাই ভাগ করে নিচ্ছি।” আফ্রিদির স্ত্রীর নাম হল নাদিয়া আফ্রিদি। তাঁর চার কন্যার নাম হল আকসা, আনশা, আজওয়া ও আসমারা।
আরও পড়ুন: ‘অনেকে স্রেফ সমালোচনা করার জন্য টাকা পান’, বুমরার সমর্থনে আক্রমণাত্মক শামি
আরও পড়ুন: আর দু’-এক জনের উপর নির্ভরশীল নয় দল, বলছেন বাংলার অধিনায়ক
ক্রিকেট কেরিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলেছেন আফ্রিদি। তিন ফরম্যাটে যথাক্রমে ১৭১৬, ৮০৬৪ ও ১৪১৬ রান করেছেন। নিয়েছেন যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮ উইকেট। দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন পাকিস্তানকে।
The Almighty’s infinite blessings & mercy are upon me...already having been granted 4 wonderful daughters I have now been blessed with a 5th, Alhamdulillah. Sharing this good news with my well-wishers... #FourbecomeFive pic.twitter.com/Yb4ikjghGC
— Shahid Afridi (@SAfridiOfficial) February 14, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy