দারুণ জয় জিম্বাবোয়ের। ছবি টুইটার
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে জিতে অঘটন ঘটানোর প্রথম সুযোগ হারাল স্কটল্যান্ড। শুক্রবারের ম্যাচে তারা হেরে গেল ১০ রানে। তবে ম্যাচের চেয়েও বড় ব্যাপার, শেষ চারটি উইকেট হারিয়েছে চারটি বলে। প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল স্কটল্যান্ড।
শেষ ওভারে জেতার জন্য ১৩ রান দরকার ছিল স্কটল্যান্ডের। এমন সময় তাদের দুই ব্যাটসম্যান রান আউট হয়ে যান। বাকি দুটি উইকেট তুলে নেন ওয়েলিংটন মাসাকাদজা। ১৯.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। একসময় ১৬ রানে তারা ৪ উইকেট হারিয়েছিল। কিন্তু রিচি বেরিংটন এবং ম্যাথু ক্রস দু’জনেই ৪২ রান করেন।
ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবোয়েও। তারাও একসময় ২০ রানে ৩ উইকেট হারিয়েছিল। তবে শন উইলিয়ামসের ৫২ বলে অপরাজিত ৬০ রানের দৌলতে তারা ১৩৬ রান তোলে। রবিবার শেষ ম্যাচ।
win second T20I by 10 runs to set up series decider on Sunday the 19th
— Zimbabwe Cricket (@ZimCricketv) September 17, 2021
Match summary 👇#SCOvZIM | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/x4eNibjARu
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy