লেসলি ক্লিভেলি এসসি ইস্টবেঙ্গল
চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ লেসলি ক্লিভেলির সঙ্গে চুক্তি করল এসসি ইস্টবেঙ্গল। অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেনদের কোচিং করাবেন লেসলি। পের চেকদের শিক্ষকের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বাংলার তিন গোলরক্ষক।
এর আগে বাংলাদেশের জাতীয় দলেও কোচিং করিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে শুধু চেলসি নয়, ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেস দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। আর এবার লাল-হলুদের দায়িত্ব পেলেন লেসলি।
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সাহায্য করবে বলে মনে করেন লেসলি। তিনি বলেন, ‘‘আমি বাংলাদেশ দলের দায়িত্বে থাকার সময় বুঝতে পেরেছি বাংলার (দুই বাংলার) ফুটবল প্রেম কতটা গভীর। আমি ইস্টবেঙ্গলের আবেগটাও বুঝতে পেরেছি। এটা বিরাট একটা ক্লাব। আমি গর্বিত এই ক্লাবের হয়ে কাজ করতে পেরে।’’
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) September 26, 2021
Former Chelsea goalkeeper coach 𝐋𝐞𝐬𝐥𝐢𝐞 𝐂𝐥𝐞𝐞𝐯𝐞𝐥𝐲 will help our shot-stoppers 🧤get better under the bar this season!
How does that sound, #TorchBearers😍🔴🟡💪#JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/lZjWUcbKMO
তিন গোলরক্ষকের সঙ্গে দেখা না হলেও আইএসএল নিয়ে নিজের পরিকল্পনা ছকে রেখেছেন লেসলি। তিনি বলেন, ‘‘আমার কাজ তিন গোলরক্ষকের থেকে সেরাটা বের করে আনা। সেই কারণে পরিকল্পনা করে রেখেছি। তিন জনেরই অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় ওরা দারুণ সফল হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy