লাল-হলুদের সহকারী কোচ গার্সিয়া। ফাইল ছবি
এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হলেন অ্যাঞ্জেল গার্সিয়া। ম্যানুয়েল দিয়াসের অধীনে কাজ করবেন তিনি। এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ থাকার সময় ভিসেন্তে দেল বস্ক, রাফা বেনিতেজের মত কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
উয়েফা প্রো লাইসেন্স রয়েছে গার্সিয়ার। পাশাপাশি ক্রীড়া বিজ্ঞান নিয়েও পড়াশুনো করেছেন তিনি। ডেভিড ভিয়া, ডেভিড সিলভাদের কোচিং করানো ছাড়াও জর্জিয়ার জাতীয় দলেও কোচিং করিয়েছেন গার্সিয়া।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে গার্সিয়া বলেন, ‘‘এত বড় ক্লাবে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। আমি এর আগেও অনেক বড় কোচেদের সঙ্গে কাজ করেছি। আমি জানি দলের মধ্যে কীভাবে জেতার মানসিকতা তৈরি করতে হয়। আমি প্রস্তুত রয়েছি।’’ তুরস্ক, চিন, দুবাই, গ্রিসের বিভিন্ন ক্লাব ও অ্যাকাডেমিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে দিয়াসের সহকারীর।
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) September 24, 2021
SC East Bengal can confirm that former Real Madrid coach, Á𝐧𝐠𝐞𝐥 𝐏𝐮𝐞𝐛𝐥𝐚 𝐆𝐚𝐫𝐜𝐢𝐚, will assist head coach Manuel ‘Manolo’ Diaz, also fulfilling the responsibilities of a strength and fitness coach for the upcoming season.#WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/c2dpB8DrTK
গার্সিয়ার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন রেনেডি সিংহও। গত মরসুমে রবি ফাওলারের সহকারী হিসেবে কাজ করার পর এ মরসুমেও থাকছে ভারতের প্রাক্তন অধিনায়ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy